শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৬:২৭

ইতিহাসকে বিকৃত করেছে ‘বাজিরাও মাস্তানি’

ইতিহাসকে বিকৃত করেছে ‘বাজিরাও মাস্তানি’

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই প্রশ্নের মুখে ‘বাজিরাও মাস্তানি’। ছবিতে ইতিহাসকে বিকৃত করেছেন সঞ্জয়লীলা বানশালি, অভিযোগ তুললেন চার ব‍্যাক্তি। পিটিশনে ছবিটির মুক্তির উপর স্থগিতাদেশ জারির আবেদন করা হল আদালতে । অভিযোগকারীরা সকলেই প্রথম পেশোয়া বাজিরাও–এর বংশধর বলে নিজেদের পরিচয় দিয়েছেন। তারা বলেছেন, তাদের ব‍্যাক্তিগত সংগ্রহে যে ইতিহাস রয়েছে তা অনুসরণ করেন নি বানশালি। কেবল মুনাফার কথা মাথায় রেখে নানা কাল্পনিক ঘটনা জুড়ে দিয়েছেন বাজিরাও এর জীবনের সঙ্গে। ফলে ছবিটি মুক্তি পেলে বাজিরাও–এর সম্মান ক্ষুন্ন হওয়ার সম্ভবনা থেকে যাচ্ছে। ওয়াইস বাহাদুর নামে এক অভিযোগকারী জানিয়েছেন, তারা পেশোয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির অষ্টম পুরুষ। সারা ভারতেই তাদের পরিবারের বিশেষ সম্মান আছে। ছবির কাহিনী তাদের অসম্মান করছে, তাই বাধ‍্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। ০৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে