শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১০:০১:৩৩

বছরের শুরুতেই মান্না উৎসব

বছরের শুরুতেই মান্না উৎসব

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন মান্না। যার প্রায় প্রতিটি ছবিই ছিলো হিট এবং ব্যবসা সফল। সেই সাথে তার ভক্ত ও অনুরাগীর সংখ্যাটাও ছিলো আকাশ ছোঁয়া। বাংলার এই জনপ্রিয় নায়ক ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি পাড়ি জমান না ফেরার দেশে। তার মৃত্যুর পর গঠিত হয় মান্না ফাউন্ডেশন। যার চেয়ারপারসন হিসেবে কাজ করছেন তার স্ত্রী শেলী মান্না। এদিকে নতুন বছরের প্রথমদিনে এ ফাউন্ডেশন থেকে মান্না উৎসব পালন করার উদ্যোগ নেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। আর এবারের এ উৎসব সফল করতে চলচ্চিত্র শিল্পী সমিতি একাত্মতা ঘোষণা করেছে। শেলী মান্না বলেন, আগামী ১লা জানুয়ারি রাজধানীর শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মান্না উৎসব। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তরাঁয় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনটির কর্মপরিধি আরও ব্যাপক হচ্ছে। আমরা শিগগিরই আরেকটা সংবাদ সম্মেলন করে এর কর্মসূচি সবাইকে জানিয়ে দেবো। এ মতবিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহসভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরও উপস্থিত ছিলেন শাবনূর, পপি, সাইমন, নিরব, শিবা সানু, দীপুল দেওয়ান, জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, ইমদাদুল হক খোকন প্রমুখ। ০৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে