আবার ফিরছেন সেই মুনমুন
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবার বাংলা চলচ্চিত্রের পর্দায় ফিরছেন এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন। তবে দীর্ঘ সময় চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও এবার একটি সুস্থ ধারার চলচ্চিতে অভিনয়ের মাধ্যমেই পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে তার। দেলোয়ার জাহান ঝান্টু পরিচালিত নতুন ছবি ‘একাত্তর থেকে বায়ান্ন’তে অভিনয় করবেন তিনি।
জানা যায়, ‘একাত্তর থেকে বায়ান্ন’ এই ছবিতে অভিনয়ের বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও প্রাথমিক ভাবে মুনমুনের কাছথেকে সম্মতি পাওয়া গিয়েছে। ছবিটিতে একজন বিধবা বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মুনমুনকে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নায়ক অমিত হাসান, ফেরদৌস ও নায়িকা নিপুনের। আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।
উল্লেখ্য : ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন এই নায়িকা। মুনমুনের জন্ম ইরাকে হলেও তার পৈতৃকবাড়ি চট্টগ্রামে। ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও শেষ পর্যন্ত সংসার টিকে নি বলে শোনা যায়। মুনমুনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। ব্যক্তিগত কারনেই এতোদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে মাঝে মাঝে চলচ্চিত্রে অভিনয়ের অফার পেতেন কিন্তু ভালো একটি ক্যারিয়ার নিয়ে দ্বিতীয় বারের মতো পর্দায় ফেরার ইচ্ছে থাকায় আর সেই ছবিগুলোতে আর কাজ করা হয়ে ওঠেনি। এবার সেরকমই একটি ছবিতে অফার পেয়ে আর হাত ছাড়া করতে রাজি হন নি এই নায়িকা। তবে এখন থেকে ভাল ভাল ছবির অফার পেলে নিয়মিত অভিনয় করারও ইচ্ছে প্রকাশ করেন তিনি।
৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �