‘কমলকে পুতুলের মতো করে ব্যবহার করছে’
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ে বন্যাদুর্গত পরিস্থিতি নিয়ে সরকারকে কটাক্ষ করেছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমল হাসান। বলেছিলেন, রাজ্যের সমস্ত ব্যবস্থাই অচল হয়ে পড়েছে। শনিবার সেই সমালোচনারই কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী ও পান্নেরসিলভাম। তার দাবি, ‘সরকারকে ছোট করতে কমল হাসানকে পুতুলের মতো করে ব্যবহার করছেন কয়েকজন স্বার্থাবাদী’। জানিয়েছেন, বাস্তবতা সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণাই নেই কমল হাসানের। সিনেমার কয়েকটি দৃশ্যে বন্যা পরিস্থিতিতে অভিনয় করা এবং বাস্তবের মধ্যে অনেকখানি ফারাক রয়েছে। মুখ্যমন্ত্রী জয়ললিতার নির্দেশে ইতিমধ্যেই ৪০ হাজার কর্মচারী ত্রাণের কাজে যুক্ত রয়েছেন। নামানো হয়েছে ৩০০টি নৌকা। বন্যাদুর্গত এলাকা থেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১২ লক্ষ ব্যক্তিকে। তাদের রাখা হয়েছে রিলিফ ক্যাম্পে। এ ছাড়া ৫৫ লক্ষ খাবারের প্যাকেট বিলি করা হয়েছে। তৈরি করা হয়েছে ২৩ হাজারেরও বেশি মেডিক্যাল ক্যাম্প। এর পরও তিনি কী করে বলতে পারেন সমস্ত ব্যবস্থা বিকল! এহেন মন্তব্য রাজ্যের সেই সকল মানুষকে ছোট করার সামিল যারা এই ত্রাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ