মোশারফ ও মৌসুমী বহুরুপী!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম বহুরুপী! শুধু মোশারফ করিমই নন, তার সাথে রয়েছেন ছোট পর্দা ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী মৌসুমি হামিদও! বিষয়টা সাংঘাতিকই বটে। তবে ঘাবড়াবেন না। তারা আসলে বাস্তবে বহুরুপী নন। 
সম্প্রতি এই দুই তারকা অরণ্য আনোয়ারে একটি নাটকের কাজ শেষ করলেন। যার নাম ‘বহুরুপী’। 
মৌসুমি হামিদ বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ হয়ে গেল আমার। এই নাটকের গল্পে আমি একজন মহিলার দ্বারা প্রভাবিত হয়ে পতিতালয়ে যাই। এক পর্যায়ে আমাকে মোশাররফ করিম সেখান থেকে অনেক কষ্টে বাচিঁয়ে নিয়ে আসে। কারণ সে আমাকে ভালোবাসে।’
উল্লেখ্য, মোশাররফ করিম ও মৌসুমি হামিদ আবারও বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা সুমন আনোয়ারের প্রথম চলচ্চিত্র ‘কয়লা’র প্রধান চরিত্রে অভিনয় করবেন তারা। এর আগে আবু শাহেদ ইমনের পরিচালনায় চলচ্চিত্র জালালের গল্পে একসঙ্গে তাদের দেখা গেছে। চলচ্চিত্রটি বিভিন্ন দেশের পুরস্কারের ভূষিত হয়েছে।
০৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �