সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৮:০২

গায়িকা থেকে নায়িকা, পড়শির অভিজ্ঞতা কেমন ছিল?

গায়িকা থেকে নায়িকা, পড়শির অভিজ্ঞতা কেমন ছিল?

বিনোদন ডেস্ক : পড়শী, যাকে এক নামেই যিনি পরিচিত। ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন তিনি। এরপর থেকে স্বপ্রতিভায় সকলকে মুগ্ধ করে নিজেকে করেন প্রতিষ্ঠিত। অর্থাৎ বাংলাদেশের সংগীতাঙ্গনে তিনি এখন একজন প্রতিষ্ঠিত গায়িকা। যার ভক্তের সংখ্যা আকাশ ছোঁয়া। এদিকে গায়িকা থেকে সম্প্রতি নায়িকাও হয়েছেন তিনি। অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে ‘মেন্টাল’ চলচ্চিত্রে। তা এই গায়িকা থেকে নায়িকা হওয়ার মধ্যে তার কি অভিজ্ঞতা হলো? পড়শি বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর আগের দিন থেকেই অনেক টেনশনে ছিলাম। সবচেয়ে বেশি টেনশনে ছিলাম শাকিব ভাইয়াকে নিয়ে। তার মত এত বড় একজন অভিনেতা আমাকে কেমনভাবে নেবেন এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। কিন্তু যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, আমার সব টেনশন উড়ে গেল। শাকিব ভাইয়া অনেক হেল্পফুল ছিলেন। যার জন্য খুব বেশি বেগ পেতে হয় নি।’ তিনি জানান, ‘এই ছবিতে আমারই গাওয়া একটি গানের সঙ্গে ঠোঁট মেলানোর মাধ্যমে শুরু হয় আমার যাত্রা। গানটির নাম ‘মন নাজেহাল’। এই গানে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শান দাদা। এই শটটি ২/৩ বারে ওকে হয়েছিল। যেহেতু গানের শুটিং ছিল আর এর আগে আমি মিউজিক ভিডিওতে পারফর্ম করে অভ্যস্ত তাই খুব একটা অসুবিধা হয় নি। তাছাড়া শাকিব ভাইয়া সহ ইউনিটের সকলের পূর্ণ সাপোর্ট পেয়েছিলাম তাই খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পেরেছিলাম।’ পড়শি বলেন, ‘আমি সবসময় যে কোন ব্যাপারেই আশাবাদী থাকি। এই ব্যাপারটিও তার ব্যতিক্রম নয়।‘ ০৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে