শাহরুখের প্রথম দিনের আয়ের টাকা চেন্নইয়ের ত্রাণে
বিনোদন ডেস্ক : 'দিল তো হর কিসিকে পাস হোতা হ্যায়, লেকিন হর কোই দিলওয়ালে নেহি হোতে।' তবে বলিউড কিং শাহরুখ খানের দিল যে সত্যিই বড় এবং তিনি নিজে 'দিলওয়ালে' সেটাই এবার প্রমাণ করলেন। তিনি ঘোষণা করলেন, চেন্নাইয়ে ভয়াবহ বন্যায় ত্রাণের কাজে আসন্ন সিনেমা দিলওয়ালে-র প্রথম দিনের বক্স অফিস কালেকশন তুলে দেবেন। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
এর আগেও তিনি বহুবার চুপিসারে অনেকের জন্যই টাকা দান করেছেন। কখনও একটা গোটা গ্রামের বিদ্যুতের জোগান দিয়েছেন, কখনও হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য বিশেষ ওয়ার্ডের খরচ বহন করেছেন। পাকিস্তানে বন্যাকবলিতদের জন্যেও একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ। অবশ্য এর জন্য তার সমালোচনাও কম হয়নি। কিন্তু 'বড়ি বড়ি দেশো মে অ্যায়সি ছোটি ছোটি বাতেঁ হোতি র্যাহতি হ্যায়।' এ সব তিনি গায়েও মাখেননি এমনকি কানেও তোলেননি।
চেন্নাইয়ের বন্যায় এখনও পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। এর আগও রজনিকান্ত থেকে ক্রিকেটার রবি অশ্বিন এবং মুরলি বিজয় ত্রাণের জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। শাহরুখ-ও এঁদের সঙ্গে যুক্ত হলেন। খুব কম করে হলেও প্রথম দিনে সারা দেশে অন্তত ২৫-৩০ কোটি টাকার ব্যবসা করতে পারে দিলওয়ালে। এমনটাই শোনা যাচ্ছে। এই টাকা প্রচুর মানুষের উপকারে আসবে। শাহরুখের এই প্রচেষ্টায় তার সঙ্গে দিয়েছেন দিলওয়ালে সিনেমার গোটা কাস্ট।
৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�