মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৫:০৭

‘সমাজে কালো চামড়ার কোনও মূল্য নেই’

‘সমাজে কালো চামড়ার কোনও মূল্য নেই’

বিনোদন ডেস্ক : বৈষম্যের বিরুদ্ধে হলিউডে জোরালো হচ্ছে প্রতিবাদী সুর! তা সে লিঙ্গ বৈষম্যই হোক বা পারিশ্রমিকে পার্থক্য। এ বার গায়ের রং নিয়ে মুখ খুললেন অস্কার জয়ী লুপিতা নিয়োংগো। স্টার ওয়র্স সিরিজের নয়া ছবি রিলিজ হবে ২৫ ডিসেম্বর। ছবিতে একশো বছর বয়সি এলিয়েনের চরিত্রে লুপিতা। তা ছবির প্রমোশনে কত কথাই তো বলেন স্টারেরা। লুপিতা কিন্তু সে পথে হাঁটেননি। স্টার ওয়র্স: ‘দ্য ফোর্স অ্যাওকেনস’-এ তাঁর চরিত্রের কথা বেশি না বলে নজর ঘুরিয়েছেন হলিউডের চিরাচরিত অস্বস্তিকর একটি প্রশ্নে। গায়ের রং কি এখনও স্টারডমের অন্তরায়? না হলে এখনও ছবির পর্দায় বা ম্যাগাজিনের পাতায় সাদা চামড়ার স্টারদের ভিড় কেন বেশি? উত্তরটা দিতে অনেকেই ঢোক গিলবেন! লুপিতার সাফ কথা। “টেলিভাশন হোক বা ম্যাগাজিন— যেখানেই চোখ ঘোরাই না কেন, কৃষ্ণাঙ্গদের দেখা যায় না।” তাঁর মতে, ওয়েস্টার্ন বিউটি-র কনসেপ্ট গড়ে ওঠেছে শ্বেতাঙ্গদের ঘিরে। আর এ সব দেখে নিজেকে কেমন যেন অদৃশ্য মনে হয় তাঁর। কেন এমন হয়? লুপিতার বিস্ফোরক উক্তি, “আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে কালো চামড়ার কোনও মূল্য নেই।” ৩২ বছরের ’১২ ইয়ার্স আ স্লেভ’ ছবির সেরা সহ-অভিনেত্রীর বোমা, “শুধুমাত্র কালো চামড়ার বলেই সকলে ফিরে তাকান, আমাদের ছবি তোলেন।” ৮, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে