সালমান প্রসঙ্গে এ সপ্তাহেই সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলার আপিলের মিমাংসা উচ্চ আদালতে হবে এ সপ্তাহেই। গেল শনিবার এ মামলা নিয়ে সকল যুক্তিতর্ক শেষ হয়।
এরপর বিচারপতি এআর জোশি সালমানের সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানিয়েছেন।
৭ ডিসেম্বর সোমবার থেকে চূড়ান্ত রায়ের কার্যক্রম শুরু হবে। যদিও সালমানের আইনজীবী অমিত দেশাই বলেছিলেন এ অভিনেতার গাড়ি চালক অশোক সিং জেডাব্লিউ অ্যারিয়ট হোটেল থেকে বান্দ্রার ঘটনাস্থল পর্যন্ত মূল ঘটনাটির বর্ণনা ভালোভাবে দিতে পারবেন।
অবশ্য এর আগে আসামী পক্ষের আইজীবীর সাক্ষী হিসেবে অশোক সিংয়ের সাক্ষ্য রেকর্ড করেছিলেন নিম্ন আদালত। সেই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ ঘারাত এ বিষয়ের প্রশ্ন তুলেছিলেন। তিনি আসামীপক্ষের আইজীবীর উদ্দেশ্যে বলেছিলেন, ‘ঘটনার ১৩ বছর পর এ সাক্ষী কোথা থেকে উদয় হলো? ’
এর উত্তরে অমিত দেশাই জানিয়েছিলেন, এ মামলার বিষয়ে অশোক সিংয়ের সাক্ষ্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পুলিশ কর্মকর্তা রবীন্দ্র পাতিল এবং সালমানের দেহরক্ষীর (বর্তমানে মৃত) বয়ানে কিছুটা ঘাটতি রয়েছে।
এ মামলার রায় এমন সময় নির্ধারণ করা হচ্ছে যখন আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান।
০৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�