মোশারফ করিম রাজাকার, বীরাঙ্গনা তিশা
বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন নাটক ‘আধারের ঋণ’। শহীদ বুদ্ধিজীবি দিবসের বিশেষ নাটক হিসেবে এটি প্রচারিত হবে।
এ নাটকটিতে অভিনয় করছেন মোশারফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। তারা দু’জনই এ নাটকটিতে অভিনয় করেছেন ব্যাতিক্রম দু’টি চরিত্রে। এরমধ্যে মোশারফ করিমকে দেখা যাবে একজন রাজাকারের ভূমিকায় আর তিশা একজন বীরাঙ্গনার ভূমিকায়।
একদিকে যুদ্ধোত্তর বাংলাদেশে রাজাকারদের পুনঃ প্রতিষ্ঠা, অন্যদিকে যুদ্ধে সম্ভ্রম আর আপন মানুষ হারানোর নারীর গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘আধারের ঋণ’ নাটকটি। রোববার থেকে রাজশাহীতে এর চিত্রধারণের কাজ শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে সারদা পুলিশ একাডেমি ও পুঠিয়া রাজবাড়িতে বেশ কিছু দৃশ্য ধারণ করা হবে।
নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, ‘একজন রাজাকার ও যুদ্ধে আপন জন হারানো বীরাঙ্গনা নারীর গল্প নিয়েই নাটকটি নির্মাণ করছি। আশা করছি শহীদ বুদ্ধিজীবি দিবসেই নাটকটি প্রচার সম্ভব হবে।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আধারের ঋণ’ নাটকটি রচনা করেছেন তাবারুখ হোসেন ভূইয়া এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম শহরিয়ার। মোশাররফ-তিশা ছাড়াও এতে অভিনয় করছেন আহমেদ রুবেল, রামিজ রাজুসহ আরো অনেকেই।
আসছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।
০৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�