ডুবে গেছে এআর রহমানের স্টুডিও
বিনোদন ডেস্ক : এশিয়া উপ-মহাদেশের খ্যাতমান সংগীতশিল্পী এ আর রহমানে স্টুডিও ডুবে গছে বর্ণ্যার পানিতে। চেন্নাইয়ের চলমান বন্যায় অস্কারজয়ী এই সংগীতপরিচালক মারাত্মাক ক্ষতির সম্মুখিন হয়েছেন।
চেন্নাইয়ের এই বন্যা বিপর্যয় প্রসঙ্গে এ আর রাহমান জানিয়েছেন, তার বাসা এবং স্টুডিওতেও পানি জমে গেছে এবং প্রতি ১৫ মিনিট পর পর পানি সেচে বের করতে হচ্ছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চেন্নাই। এই শহরের প্রায় ৭০ ভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ৩০ লাখেরও বেশি মানুষ বন্যাকবলিত হয়েছে। গত আট দিন থেকে চেন্নাই শহরটি যেন পরিণত হয়েছে এক ভাসমান নগরীতে। অবস্থা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় সরকারও।
চেন্নাইয়ের এই বন্যা বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছেন দক্ষিণের বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা। বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন অস্কারজয়ী সংগীতপরিচালক এ আর রাহমানও। চেন্নাইয়ের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তহবিলে এ আর রাহমান ২৫ লাখ রুপি সহায়তা করেছেন।
এ আর রাহমান জানিয়েছেন, চেন্নাইবাসীদের দুর্দশায় তিনি নিজেও ব্যথিত। এ আর রাহমান ছাড়াও সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি চলচ্চিত্র তারকারাও যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
০৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�