মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১০:২৯:৪৬

মাংস খাওয়া নিয়ে কথা বললেন খ্রিষ্টান এক অভিনেতা

মাংস খাওয়া নিয়ে কথা বললেন খ্রিষ্টান এক অভিনেতা

বিনোদন ডেস্ক : হলিউড তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে মানুষকে মাংস খাওয়া কমানোর পরামর্শ দিয়েছেন। প্যারিসে চলমান জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে তিনি একথা বলেন। টার্মিনেটর তারকা হিসেবে সমধিক খ্যাতি পাওয়া মি. শোয়ার্জনেগার একটা সময় বডিবিল্ডার হিসেবে বিশ্বখ্যাত ছিলেন। তার মতে পশুপালন করতে গিয়ে বিপুল পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয়। ফলে মাংস খাওয়া কমিয়ে প্রত্যেকেই বৈশ্বিক উষ্ণতা রোধে ভূমিকা রাখতে পারেন। তিনি মানুষকে সপ্তাহে অন্তত দু একদিনের জন্য হলেও নিরামিষাশী হবার পরামর্শ দেন। তবে মি. শোয়ার্জনেগার পরিবেশবাদীদের প্রতি এই আহ্বানও জানান যে, বিমানে চড়া কিংবা গাড়ী চালনা থেকে বিরত রেখে মানুষের 'আনন্দ কেড়ে নেয়া ঠিক হবে না'। বরঞ্চ এসব ক্ষেত্রে বিকল্প জ্বালানির মতো প্রযুক্তিগত সমাধান খোঁজার পক্ষে মত দেন তিনি। সূত্র : বিবিসি। ৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে