জন্মদিন না করে রজনীকান্ত ত্রাণ দিলেন ১০ কোটি
বিনোদন ডেস্ক: 'জন্মদিনে উত্সব নয়, বন্যা পীড়িতদের সাহায্য করুন,' ভক্তদের এমনই অনুরোধ জানিয়েছেন দক্ষিণী ছবির মহাতারকা। শুক্রবার তামিলনাডুর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ১০ কোটি টাকা অনুদান দিলেন রজনীকান্ত।
অতি বর্ষণে প্লাবিত তামিলনাড়ুর বাসিন্দাদের ত্রাণে ইতোমধ্যেই ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তামিল সুপারস্টার। তবে তাতেও সন্তুষ্ট হতে পারছেন না রজনী। তিনি চান, দুর্যোগ কাটিয়ে উঠে এবার দ্রুত পুনর্গঠনের কাজ শুরু হোক। এই উদ্যোগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এদিন ১০ কোটি টাকার চেক তুলে দিলেন রজনী।
শনিবার ৬৪ বছরে পা দিলেন রজনীকান্ত। প্রতি বছরের মতো এবারও বিশেষ দিনটি ঘিরে উত্সবে মেতে ওঠার অপেক্ষায় ছিলেন তাঁর অগণিত ভক্ত। কিন্তু ফ্যানদের উদ্দেশে বার্তায় এন্থিরান জানিয়েছেন, 'কোনও উত্সব নয়। শতাব্দীর ভয়ঙ্করতম বর্ষায় ভেসে যাওয়ার পর ফের খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তামিলনাড়ু। বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের কাজে হাত লাগান।' তাঁর মতে, জন্মদিন পালনের চেয়ে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
শুধু তাই নয়, শনিবার তার জন্মদিনেই মুক্তি পাওয়ার কথা ছিল রজনী অভিনীত মেগাবাজেটের ছবি 'এন্থিরান ২'-এর। সুপারস্টারের ইচ্ছা মেনে তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। আগামী ছবি 'কাবালি'-তে এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন রজনীকান্ত।
উল্লেখ্য, অতিবর্ষণে ভেসে যাওয়া তামিলনাড়ুর ত্রাণ তহবিলে এর আগেই বিপুল পরিমাণ আর্থিক অনুদান দিয়েছেন দক্ষিণী তারকারা। রজনীকান্ত নিজে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ১০ লক্ষ টাকা। তাঁর নিজস্ব সেবা প্রতিষ্ঠান শ্রী রাঘবেন্দ্র রিলিফ ফান্ড-এর মাধ্যমে বন্যার শুরুতেই এই অর্থ দান করেন রজনী। তবে তাই নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন নিন্দুকরা।
এছাড়া ত্রাণ তহবিলে ৫ সমালোচকদের মতে, বন্যাত্রাণে আরেক তারকা সুরিয়া ও তাঁর ভাই কার্তি দিয়েছেন ২৫ লক্ষ টাকা। অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডির অবদান ১০ লক্ষ টাকা। তা ছাড়া ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন রজনীর জামাই তামিল অভিনেতা ধনুষ। কিন্তু অগণিত তামিল ভক্তের চোখের মণি রজনীকান্ত মাত্র ১০ লক্ষ টাকা দান করেছেন বলে শোরগোল ওঠে।
জন্মদিনের উত্সব বাতিল করে, সোমবার আম্মার তহবিলে ১০ কোটি দান করার পর আশা করা যাচ্ছে প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন রজনী-বিরোধীরা। -ইন্ডিয়াটাইমস
০৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস