পাকিস্তানে পৌঁছালো শাহরুখের বার্তা
বিনোদন ডেস্ক : ভারতীয় ছবিমাত্রই যে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে মুক্তি পাবে তা নয়। দুই দেশের নানা সমস্যার কারনে বেশ কিছু ছবির মুক্তি আটকে যায়। এবার যাতে এই সমস্যার মধ্যে যাতে না পরতে হয় পাকিস্তানি ফ্যানদের তাই আগাম বার্তা দিলেন কিং খান।
সম্প্রতি পাকিস্তানি ফ্যানদের জন্য একটি ভিডিও রেকর্ড করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই ভিডিও বার্তয় খান বাদশা তার পাকিস্তানের ফ্যানদের ‘সালাম’ জানিয়ে, তাঁদের ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন।
এবছর আগে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেয়েছিল পাকিস্তানে৷ প্রতিবেশী দেশে সালমান খান ভক্তদের বিপুল উৎসাহ এবং দারুন সাফল্য পেয়েছিল ছবিটি। এছাড়া পুরো পাকিস্তান জুড়ে অনেক প্রশংসাও পেয়েছিল ছবিটি। পাকিস্তানে শাহরুখেরও অনুরাগীর সংখ্যা বিপুল। ‘দিলওয়ালে’ যাতে সেখানকার ফ্যানদের কাছেও পৌঁছতে পারে এবং প্রত্যাশিত সাড়া পায়, তার আগাম ব্যবস্থা করে রাখলেন শাহরুখ। পাকিস্তানি ফ্যানদের উদ্দেশ্য করে বললেন, ‘‘ আমার আসা সকলেই এ ছবি পছন্দ করবেন। কেননা দিলওয়ালের মতো আর কেউ হতে পারে না।
১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি৷ এ ছবিতে আরও একবার পাওয়া যাবে বলিউড সেরা শাহরুখ-কাজল জুটিকে৷ এছাড়া আছেন বরুণ ধাওয়ান ও কীর্তি স্যানন৷ ভাইয়ের সম্পর্ক ও প্রেম-এ দুয়ের সমীকরণেই ছবিটি তৈরী করেছেন পরিচালক রোহিত শেঠি। ছবির মুক্তি নিয়ে দেশে যেমন অধীর অপেক্ষায় শাহরুখ-কাজলের ফ্যানরা, তেমনই সে উৎসাহ কাঁটাতারের ওপারে চারিয়ে দেওয়ার বার্তাও এ ভিডিওতে দিয়ে রাখলেন শাহরুখ।
৯, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ