বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৫:১৫

স্টান্টম্যানের ছেলে পরিচালক রোহিত শেট্টি

স্টান্টম্যানের ছেলে পরিচালক রোহিত শেট্টি

বিনোদন ডেস্ক : দুঃখ করে রোহিত শেট্টি বলছিলেন, লোকে তাকে নিন্দে করে। বলে, রোহিত শেট্টির ছবি মানেই গাড়ি ওড়ানো। কার চেজ়, অ্যাকশন স্টান্টে ভরপুর ছবি। কিন্তু এটা কেউ জানতে চায় না, কীভাবে দৃশ্যগুলি শুট করেছেন রোহিত। তাই নিন্দুকদের মুখ বন্ধ করতে একটি ভিডিও শেয়ার করেছেন রোহিত। দেখিয়েছেন, কীভাবে হয়েছে “দিলওয়ালে”-র স্টান্ট। রোহিত নিজে স্টন্টম্যান এম বি শেট্টির ছেলে। তাই স্টান্টের প্রতি তার দুর্বলতা ছোটো থেকেই। তাই তার প্রতিটি ছবিতেই স্টান্ট, একটা বড় জায়গা জুড়ে থাকে। “দিলওয়ালে”-ও এর ব্যতিক্রম নয়। রোহিত সম্প্রতি “হার্ট বিহাইন্ড অ্যাকশন” নামে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে স্টান্টম্যানদের কথা দেখানো হয়েছে। শাহরুখ যাদের বলেন “রিয়েল হিরোজ়”। স্টান্ট মানে এই নয় যে বাজার থেকে গাড়ি আনা হল, শুট করা হল, তারপরই বুম। উড়িয়ে দেওয়া হল সেই গাড়ি। স্টান্টের এক একটি গাড়ির জন্য অনেক মেহনত করতে হয়। সেটাও ভিডিওয় দেখিয়েছেন রোহিত। “দিলওয়ালে”-র জন্য রোহিত কিন্তু শুধু ভারতীয় স্টান্ট টিমকে নিয়ে কাজ করেননি। তার ভারতীয় স্টান্ট টিমের সঙ্গে ছিল বুলগেরিয়ান স্টান্ট টিম ও দক্ষিণ আফ্রিকান স্টান্ট টিম। তার ভিশনকে স্ক্রিনে আনতে প্রায় ২০০ লোক জীবন নিয়ে খেলতেন। রোহিত গল্প করেছেন, একদিন সিডিউলে একটি কার চেজ়ের দৃশ্য ছিল। সেদিন স্টান্টম্যান তার আড়াই বছরের ছেলেকে নিয়ে সেটে এসেছিলেন। রোহিতের সেদিন প্রাণপাখি প্রায় খাঁচাছাড়া হওয়ার জোগাড়। স্টান্ট তো আর মুখের কথা নয়। হাতে প্রাণটি নিয়ে নামতে হয় স্টান্ট ম্যানদের। এতকিছু করেও যদি নিন্দুকরা মনে করেন গাড়ি ওড়ানো মামুলি বাত, রোহিতের সব ছবিতে এমন ভুলভাল দৃশ্য থাকবেই, তাহলে তো দুঃখ পাওয়ারই কথা। বলছিলেন স্টান্টম্যানের ছেলে পরিচালক রোহিত শেট্টি। ৯, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে