বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৯:৫৯

ধর্ম নিরপেক্ষতা নিয়ে যা বললেন শাহরুখ খান

ধর্ম নিরপেক্ষতা নিয়ে যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে নানা মহল থেকে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আর তাই এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটাই শ্রেয় বলে মনে করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই বিষয়ে কথা বলার জন্য কেউ ডাকলে তবেই তিনি মন্তব্য করবেন। তিনি যে ধর্মনিরপেক্ষ তা বারবার প্রমাণ করতেও চান না বাদশা। ৫০ তম জন্মদিনে শাহরুখ জানিয়েছিলেন, দেশ এখন অসহিষ্ণুতার শীর্ষে। তার মতে, সারা দেশে ধর্ম নিয়ে যেরকম অসহিষ্ণু পরিবেশ চলছে, তাতে দেশ অন্ধকার যুগে ফিরে যাচ্ছে। এই মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই আক্রমণের লক্ষ্য হয়ে ওঠেন তিনি। এমনকি তাকে ‘দেশদ্রোহী’ বলেও অভিহিত করতে থাকেন অনেকে। সেই প্রেক্ষিতেই শাহরুখ সম্প্রতি জানিয়েছেন যে, তিনি যে ধর্মনিরপেক্ষ তার প্রমাণ আর দিতে চান না। সমক্ষে আর এ নিয়ে মন্তব্যও করতে চান না তিনি। তার মতে, যেখানে এই বিষয় নিয়ে আলোচনার পরিসর আছে সেখানেই তিনি কথা বলবেন। তবে সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, ধর্ম-জাতি ইত্যাদি নিয়ে এরকম টানাটানি চলতে থাকলে দেশের প্রগতি কখনওই সম্ভব নয়। শাহরুখ খান জানিয়েছেন তার সন্তান-সন্ততিদের তিনি এই শিক্ষাই দেবেন। দেশের উন্নতি বিষয়ে প্রধানমন্ত্রীর প্রয়াস নিয়ে তার অবশ্য কোনও সংশয় নেই। মোদী সরকারের কাজ নিয়েও তার কোনও অভিযোগ নেই। বরং তার মতে এই উন্নতির প্রকল্পগুলি বাস্তবায়িত হলে, দেশে সার্থক পরিবর্তনই আসবে। তবে সেই সঙ্গে ধর্ম ও জাত নিয়ে সংকীর্ণতা যাতে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সে কথাও জানিয়ে রাখলেন সুপারস্টার। ০৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে