সালমানের স্বস্তির ইঙ্গিত
বিনোদন ডেস্ক : ‘হিট অ্যান্ড রানে’ কি শেষমেশ স্বস্তি পেতে চলেছেন বলিউডের ‘ভাইজান’-সালমান খান? মুম্বাইয়ের রাস্তায় নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ফুটপাতে উঠিয়ে দিয়ে এক ব্যক্তিকে মৃত্যুর অভিযোগে তার নামে মামলা হয়। এই মাললা অনেক গুরেফিরে মুম্বাই হাইকোর্টে আসে এবং এক প্রত্যক্ষদর্শী সালমানের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। ওই সাক্ষীর সাক্ষ্য অনুযায়ি সালমান নিজেই গাড়ি চালিয়ে ঐ ব্যক্তিকে মেরেছে। কিন্তু মুম্বাই হাইকোর্ট আজ জানিয়ে দিল, ওই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’। এই মামলায় খুব শিগগিরই সালমানের পক্ষে রায় দেবে মুম্বাই হাইকোর্ট।
সেই রাতে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনেই এক ফুটপাথবাসীকে গাড়ি চাপা দিয়েছিলেন সালমান। পরে সেই ফুটপাথবাসীর মৃত্যু হয়। নিম্ন আদালত ওই মামলায় গত মে মাসে দোষী সাব্যস্ত করে সালমনাকে। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।
নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন সালমান। সেই শুনানিতে সালমানের প্রাক্তন দেহরক্ষী রবীন্দ্র পাটিল সাক্ষ্য দিয়েছিলেন। সেই সাক্ষ্যে পাটিল বলেছিলেন, ওই রাতে সালমান নিজেই গাড়ি চালিয়েছেন। তিনি বারবার সতর্ক করা সত্ত্বেও তার কথা শোনেননি সালমান। এর পর বাড়ির সামনে এসে সালমানের গাড়ি ওই ফুটপাথবাসীকে চাপা দেয়।
মুম্বাই হাইকোর্ট এ দিন ওই সাক্ষীর দেওয়া সাক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন তুলেছে পাটিলের বিশ্বাসযোগ্যতা নিয়েও।
৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�