বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ১২:১২:০৯

ভিলেন সঙ্কটে ঢাকাই সিনেমা!

ভিলেন সঙ্কটে ঢাকাই সিনেমা!

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেও ঢালিউডে নায়ক সঙ্কট ছিল চোখে পড়ার মত। তবে সে সঙ্কটের পর এবার দেখা দিয়েছে খলনায়ক সঙ্কট। এ সঙ্কট কিছুটা গুচানোর জন্য মিশা সওদাগরের পর অমিত হাসানকে খলনায়ক চরিত্রে নিয়মিত দেখা যাচ্ছে। এছাড়া আর উল্লেখ করার মত কেউ নেই। ইন্ডাস্ট্রিতে নির্ভরযোগ্য খলনায়ক এখন তারা দু’জনই। কেউ কেউ মৌসুমি খলনায়ক হিসেবে কাজ করলেও বেশিরভাগ নতুন মুখগুলোই হলে হাসির পাত্র হিসেবেই পরিচিত হয়েছেন। তাই নায়ক সঙ্কটের পর এখন খলনায়ক সঙ্কট বিষয়টিও উঠে আসছে বারবার। একাধিক সাক্ষাত্কারে মিশা সওদাগরও এই বিষষয়টি নিয়ে অনেক কথাই বলেছেন। মিশা বলেন, ‘অনেকদিন খলনায়ক চরিত্রে অভিনয় করেছি। শুরুর দিকে অনেক সিনিয়র খলনায়কের পাশাপাশি আমি কাজ করেছি। এখন কাজের চাপ এতো বেড়ে গেছে যে, অনেক সময় হিমশিম খেয়ে যাই। নতুনভাবে তেমন কোনো খলনায়কই ইন্ড্রাস্ট্রি পায়নি।’ গত কয়েক বছর যৌথ প্রযোজনার চলচ্চিত্রগুলোতে দেশের কোনো নায়ককে দেখা যায়নি। তবে খলনায়ক চরিত্রে মিশা সওদাগর, ডন ও অমিত হাসানকে কাস্ট করা হলেও সম্প্রতি চুক্তিবদ্ধ চলচ্চিত্রগুলোতে খলনায়কের জায়গাটাও এখন কলকাতার দখলে। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, দেশে খলনায়ক সঙ্কটের কারণেই নতুন করে চিন্তা করতে হচ্ছে তাদের। অমিত হাসান এখন খলনায়ক তকমাতেই পরিচিত। মিশা সওদাগরের পর তাকে নিয়েই ভাবছেন নির্মাতারা। সম্প্রতি দেশের অনেকগুলো চলচ্চিত্রের পাশাপাশি যৌথ প্রযোজনার চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে চরিত্রগুলো নিয়ে মোটেও সন্তুষ্ট নন অমিতি। তিনি বলেন, ‘২০০৩ সালে দু’টি যৌথ প্রযোজনার চলচ্চিত্র করেছি। তখন দেখেছি সমান সমান থাকতো সবকিছু। চরিত্র থেকে শুরু করে প্রডাকশন বয় পর্যন্ত সমান সমান থাকতো। কিন্তু আমি শেষ তিনটি চলচ্চিত্র করে মোটেও সন্তুষ্ট নই। কারণ যৌথ প্রযোজনার কোনো নিয়মই এখানে মানা হয়নি। তাই আমি পরবর্তীতে আর কোনো যৌথ প্রযোজনার চলচ্চিত্র করবো না।’ ১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে