কি ঘটতে যাচ্ছে সালমানের ভাগ্যে?
বিনোদন ডেস্ক : কি ঘটবে সালমান খানে ভাগ্যে! জেল না খালাশ? তবে তার ভাগ্যে যাই ঘটুক তা আজই নির্ধারণ হবে আদালতের রায়ে।
২০০২ সালের সালমানের গাড়িচাপায় একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আপিলের রায় দেওয়া কথা ছিল গত মঙ্গলবার। ওই দিন থেকেই মুম্বাই হাইকোর্ট রায় পড়া শুরু করেছেন; আজ বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণা হতে পারে বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে।
'বাজরাঙ্গি ভাইজান' তারকা এখনই জেলে যাবেন কি-না তাও চূড়ান্ত হবে হাইকোর্টের আজকের রায়ে। তবে বুধবার হাইকোর্টের দ্বিতীয় শুনানিতে সালমান খানের আইনজীবীদের কিছুটা স্বস্তিতেই দেখা গেছে। মামলায় সাক্ষীর দাবি পর্যবেক্ষণ করে 'বেনিফিট অফ ডাউট' এর ইঙ্গিত দিয়েছেন উচ্চ আদালত।
মুম্বাই হাইকোর্টের মতে, ওই ঘটনার সময় সালমান খান যে গাড়ি চালাচ্ছিলেন তা পুরোপুরি নির্ভরযোগ্য নয়। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটাই দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে।
হাইকোর্টের বিচারপতি এ আর যোশির নেতৃত্বাধীন ওই বেঞ্চ বুধবার বলেন, 'ঘটনার সময় সালমান খান যে মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন, বাদী পক্ষের কৌশুলিরা সেই অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে পারেননি।'
সালমান খানের বিরুদ্ধে করা ওই মামলায় সরকার পক্ষের প্রধান সাক্ষী তার এক দেহরক্ষী ও মুম্বাই পুলিশের কনস্টেবল রবীন্দ্র পাতিল। রবীন্দ্র পাতিলই দুর্ঘটনার রাতে থানায় অভিযোগ করেছিলেন। এতে তিনি সালমান খান মদ্যপ ছিলেন কি-না, তা উল্লেখ করেননি। এ ঘটনায় সালমান খানের রক্তপরীক্ষার পর ম্যাজিস্ট্রেটের কাছে পাতিল জানান, সালমান খান ঘটনার আগে মদ পান করেছিলেন এবং তিনি তাকে বেপরোয়াভাবে গাড়ি না চালাতে অনুরোধ করেছিলেন।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের জুহু এলাকার এক পাঁচ তারকা হোটেল থেকে ফেরার সময় বান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সালমানের সাদা ল্যান্ডক্রুজার গাড়িটি। সেই গাড়ির নিচে চাপা পড়ে মারা যান ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি। এছাড়া আহত হন আরও চার জন।
সালমানের বিরুদ্ধে মদ্যপ করে গাড়ি চালানোর অভিযোগ এনে দুর্ঘটনাজনিত হত্যার মামলা করা হয়। প্রায় এক দশক ধরে চলা এই মামলায় গত জুলাইয়ে দোষী সাব্যস্ত হন সালমান।
১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�