মামলা থেকে খালাস পেলেন সালমান
বিনোদন ডেস্ক : ১৩ বছর পর হিট অ্যান্ড রান মামলা থেকে রেহাই পেলেন বলিউড ভাইজান সালমান খান। ‘কাউকে হত্যা করেননি সলমন।’ আজ এমনটিই জানিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট। নিম্ন আদালতের তদন্তেই গোলযোগ ছিল। তাই অবশ্যই মামলা সালমানের পক্ষেই যাবে।
বম্বে হাইকোর্ট আজ জানায়, আদালত মনে করছে নিম্ম আদালতের ট্রায়ালে খামতি ছিল। সঠিক আইন পথে মামলা এগোয়নি। পঞ্চনামা ছাড়াই রায় জানিয়ে ছিল নিম্ন আদালত।
সালমানের সামাজিক অবস্থান বা জনপ্রিয়তা কোনও ভাবেই এই মামলাকে প্রভাবিত করেনি। আদালতে জমা পড়া নথির রেকর্ডের ভিত্তিতেই এই রায় ঘোষণা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট।
রায় ঘোষণার পরই স্বস্তি খান পরিবারে। উত্সবে মেতেছেন ভক্তরা।
২০০২-এর ২ সেপ্টেম্বর রাতে হঠাত্ই বান্দ্রার ফুটপাথে উঠে পড়ে সলমনের অবাধ্য গাড়ি। মৃত্যু হয় ফুটপাথে ঘুমন্ত এক ব্যক্তির।
১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�