রানীর মেয়ের নাম আদিরা কেনো?
বিনোদন ডেস্ক :গতকাল বুধবার কন্যা সন্তানের মা হয়েছেন রানী মুখার্জী। তবে সন্তান জন্মাবার আগেই ঠিক হয়ে গিয়েছিলো মেয়ের নাম হবে আদিরা।
তবে কেন মেয়ের নাম রাখলেন আদিরা? এর মানেই বা কী?
মেয়ের বাবার নাম আদিত্য। মায়ের নাম রানি। আদিত্যর ‘আদি’, রানির ‘রা’। দুইয়ে মিলে মেয়ের নাম আদিরা। অন্য দিকে আবার বলিউডে এখন অ বা আ দিয়েই নাম রাখার ট্রেন্ড। আবরাম, আরাধ্যা, আজাদ। সেই তালিকায় এ বার যুক্ত হল আদিরা।
তৃতীয় কারণটা জানতে হলে আদিরা নামের মানে জানতে হবে। আরবী ভাষায় আদিরা মানে ‘শক্তি।’ যেই রানির ছবির তালিকায় রয়েছে ‘নো ওয়ান কিলড জোসিকা’, ‘মর্দানি’, ‘বীর জারা’ তার মেয়ের নাম যে আদিরাই মানায়। অন্য দিকে ভারতের সব থেকে বড় ফিল্ম প্রোডাকশন হাউজের উত্তরসূরির নাম আদিরা খুব বেমানান কি?
১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�