সালমানের রায়ের বিরুদ্ধে আপিল করবে মহারাষ্ট্র!
বিনোদন ডেস্ক : ‘হিট অ্যান্ড রান’ মামলাটি ১৩ বছর চলার পর আজ হাইকোর্টের চুড়ান্ত রায়ে খালাস পেয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এ নিয়ে তার ভক্ত ও খান পরিবারের মধ্যে আনন্দ উল্লাস ছিল লক্ষনীয়।
এদিকে সেই আনন্দ-উল্লাসের মধ্যে হতাশার সুর বাজিয়ে দিলেন মহারাষ্ট্র সরকার। তারা জানালেন, সালমানের এই রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
এর আগে রায় ঘোষণার জন্য সালমান খানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বুধবার মামলার কার্যক্রমের অংশ হিসেবে আদালত জানান, সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলায় এ তারকার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষের আইনজীবী।
গত শনিবার এ মামলা নিয়ে সকল যুক্তিতর্ক শেষ হয়। সে সময় বিচারপতি এআর জোশি সালমানের সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানান। ৭ ডিসেম্বর সোমবার থেকে চূড়ান্ত রায়ের কার্যক্রম শুরু হয়।
এ মামলার রায় এমন সময় নির্ধারণ করা হচ্ছে যখন আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান।
১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�