শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৩:০০:৫১

এশিয়ান উওমেন-এর শিরোপা পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

এশিয়ান উওমেন-এর শিরোপা পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : জীবনে আরও একবার সবচেয় আর্কষিত মহিলার মুকুট এশিয়ান উওমেন-এর শিরোপা ছিনিয়ে নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্র প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডনের ইস্টার্ন আই ম্যাগাজিন প্রতি বছ এশিয়ার সবচেয় আর্কষিত ৫০ জন মহিলার তালিকা প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব থেকে ভোটের মাধ্যমে শেষ পর্যন্ত শিরোপা দেওয়া হয়। দিত্বীয় বারের মত এই শিরোপা জেতার পর প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, 'দারুণ লাগছে একই শিরোপা দিত্বীয় বারের মতো ধরে রাখতে পেরে। নিজেকে সত্যিই সবার থেকে আর্কষিত মহিলা লাগছে এবার।' তালিকার একেবারে শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দুই নম্বরে রয়েছেন, সানায়া ইরানি। তিন নম্বরে রয়েছেন দ্রষ্টি ধামি। চার নম্বরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ক্যাটরিনা কাইফ ৫ নম্বরে রয়েছেন। ৬ নম্বরে রয়েছেন করিনা কাপুর। ৭ নম্বরে গৌহর খান। ৮ নম্বরে সোনম কাপুর। ৯ নম্বরে পাকিস্তানের মাহিরা খান এবং ১০ নম্বরে রয়েছেন নীতি টেলর। ৪৮ বছর বয়সি মাধুরী দীক্ষিত রয়েছেন ৪৪ নম্বরে। এবং তালিকায় তিনিই সবথেকে বেশি বয়সি। শ্রদ্ধা কাপুর রয়েছেন ১৯ নম্বরে। বিপাশা বসু রয়েছেন ২৫ নম্বরে। আলিয়া ভাট ২৭ নম্বরে। পরিণীতি চোপড়া ৩৩ নম্বরে। ১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে