শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:০০:১৫

আবারো পর্দায় আসছেন উত্তম-সুচিত্রা

আবারো পর্দায় আসছেন উত্তম-সুচিত্রা

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা জগৎয়ে তখন সুবর্ণযুগ। রুপোলি পর্দায় সেসময় একচেটিয়া ভাবে রাজত্ব করছেন বাংলা চলচিত্রের সর্বকালের মহানায়ক উত্তমকুমার। তিনি যাতেই হাত দিচ্ছেন, ফলছে সোনা। এমন এক কিংবদন্তী ব্যক্তিকে নিয়ে এখন পূর্যন্ত কোন চলচ্চিত্র টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি। কিন্তু এবার টেলিভিশনের পর্দায় দেখা দেবেন তিনি। মহানায়কের কাহিনি। এই টেলি সিরিজ়ে উত্তমকুমারের পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, সবই উঠে আসবে। যেমন থাকবে সুচিত্রা সেনের কথা, তেমনি থাকবেন সুপ্রিয়া দেবী, গৌরী দেবী। উত্তম কুমারের ভুমিকায় অভিনয় করবে বাংলা চলচিত্রে এ প্রুজন্মের বিখ্যাত নায়ক প্রসোনজিৎ। এছাড়া সুচিত্রা সেনের চরিত্র নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বঙ্গরমণীর গ্ল্যামার তার থাকা চাইই চাই। সঙ্গে মহানায়িকার মতো ব্যক্তিত্ব। এই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন পাওলি দাম। মহানায়কের জীবনে আরও একজন গুরুত্বপূর্ণ মহিলা হলেন সুপ্রীয়া দেবী। এই চরিত্রে চাই একজন স্মার্ট অভিনেত্রী। তবে স্মার্টের পাশাপাশি গ্ল্যামারও থাকা চাই। এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত হয়েছিলেন রাইমা সেন। তবে এখন শোনা যাচ্ছে রাইমা নাকি সরে যাচ্ছেন। তাঁর বদলে আসছেন তনুশ্রী চক্রবর্তী। শোনা গেছে, কাজের জন্য রাইমা নাকি সময় বের করতে পারেননি। তার হাতে নাকি বেশ কয়েকটি হিন্দি ছবি আছে। তাই শেষ পর্যন্ত সুপ্রিয়া দেবীর জন্য তনুশ্রীকে ফাইনাল করা হয়েছে। এছাড়া গল্পে আরেক গুরত্বপূর্ন চরিত্র গৌরী দেবীর ভুমিকায় অভিনয় করছেন মিশকা হালিম। কানন দেবীর চরিত্রে থাকবেন গার্গী রায়চৌধুরী। থিয়েটার অভিনেতা অনির্বান চক্রবর্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া থাকছেন পার্নো মিত্র ও ঋদ্ধিমা ঘোষ। টেলি সিরিজ়টি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। ১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে