শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৯:৫৯

ফারিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ!

ফারিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ!

বিনোদন ডেস্ক : নাট্যনির্মাতা ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরে নাটক নির্মাল করে আসছেন। তার নির্মিত ধারাবাহিক নাটক ‘কলিংবেল’ প্রচার হচ্ছে দেশ টিভিতে। এই নাটকরে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছিলেন শবনব ফারিয়া। তবে এখন থেকে তিনি আর অভিনয় করছেন না এ নাটকে। ইমরাউল রাফাত বলেন, ‘গত ১ ডিসেম্বর আমার নাটক ‘কলিংবেল’ এর দৃশ্যধারণের সময় শবনম ফারিয়া সেটে সিনিয়ার শিল্পীর সঙ্গে বাজে ব্যবহার করেন। এবং শুধু তাই নয় তিনি চায়ের কাপ ফেলে দিয়ে সেট ছেড়ে চলে যান এবং বলেন তিনি আমার নাটকে আর কাজ করবেন না। শুধু তাই নয় এর আগেও শবনম ফারিয়া সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’ ইমরাউল রাফাত আরও বলেন, ‘আমার এখন শবনম ফারিয়ার ধারণ করা দৃশ্যগুলো ফেলে দিতে হয়েছে যার ফলে আমারে দেড় থেকে দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। এই টাকা আমাকেই বহন করতে হবে। এ বিষয়ে আমি দেশ টিভিতে চিঠি দিয়েছি। এখন দেশটিভি কর্তৃপক্ষ যা করার তাই করবে।’ এ প্রসঙ্গে দেশ টিভির মিডিয়া কর্মকর্তা দিগন্ত বাহার বিষয়টি নিশ্চিত করেন। শবনম ফারিয়া বলেন,‘ সেই দিন রাফাত ভাই আমার সঙ্গে চিৎকার করে কথা বলছে যেটা আমি আমার বাবা-মা করলেও আমার রাগ হয়। তাই আমি সেট ছেড়ে চলে এসেছি এবং আমি বলেছি আমি আর এই নাটকে কাজ করব না। তাঁদের যদি আর্থিক ক্ষতি হবে তাহলে আমাকে তো পরের দিন ফোন করে বলা উচিত ছিল যে নাটকে কাজ করবার জন্য। কিন্তু আমাকে তো কেউই ফোন দেয়নি। বরং ওই দিন আমার জায়গায় অন্য একটি মেয়েকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছে।’ বিষষটি নিয়ে এখন পর্যন্ত ইমরাউল রাফাত নতুন করে শবনম ফারিয়ার সঙ্গে কথা বলেননি। তবে ইমরাউল রাফাতের মতে দেশ টিভি কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিবে তাই মাথা পেতে নিবেন ইমরাউল রাফাত। তাছাড়া ঘটনার দিন সকাল দশটা বাজে শবনম ফারিয়ার দৃশ্যধারণ শুরু হবার কথা থাকলেও তিনি বিকাল ৩ থেকে ৪টা বাজে দৃশ্যধারণ শুরু করেন। এবং রাফাত আরও অভিযোগ করেন মাসের ১৫ দিনেও বেশি অসুস্থ থাকেন শবনম ফারিয়া।-প্রিয়.কম ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে