শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৩:১৫

বলিউড তারকা সন্তানদের নামের রহস্য

বলিউড তারকা সন্তানদের নামের রহস্য

বিনোদন ডেস্ক : বলিউড তারকারা ফ্যাশন নিয়ে যতটা না শৌখিন, তার ছেয়ে বেশি শৌখিন তাদের ছেলে-মেয়েদের নাম রাখা নিয়ে। নতুন ধরনের ভিনদেশি নাম রাখাতেও এখন বলিউড তারকরা টেক্কা দিচ্ছেন একে অপরকে। কেউ রাখছেন আরবী নাম, তো কেউ জাপানিজ। তবে বার বারই যেন নামে ঘুরে ফিরে আসছে অ বা আ। এই অদ্যক্ষরই কেন বার বার বেছে নিচ্ছেন তারকারা? ইংরেজিতে নাম লিখলে বর্ণমালার প্রথম অক্ষর। অর্থাৎ ‘এ’। সকলের আগেই থাকতে চাইছেন তারা। নাকি বলিউডে সাফল্য পেতে এ-অক্ষরের কোনও বিশেষ গুরুত্ব রয়েছে? যাই হোক। আমরা দেখে নিই কারা কারা এ দিয়ে নাম রাখলেন ছেলে, মেয়েদের। বলিউড বাদশা শাহরুখ খান তার বড় ছেলের নাম রেখেছিলেন আরিয়ান। মানে আর্য। ছোট ছেলের নাম রেখেছেন আবরাম। নবী আব্রাহীমের নাম অনুসারে। বলিউড দাকদাক গার্ল মাধুরী দীক্ষিতেরও দুই ছেলে। বড় ছেলের নাম অরিন। মানে পাহাড়ের শক্তি। অক্ষয় কুমারের ছেলের বয়স এখন ১৩। তার নাম রাখা হয়েছে আরভ। মালাইকা-আরবাজের ছেলের নাম আরহান। আরবী ভাষায় আরহান মানে যোদ্ধা। ফারহান খান মেয়ের নাম রেখেছেন আকিরা। জাপানি ভাষায় আকিরা মানে উজ্জ্বল, বুদ্ধিমতী। ঐশ্বরিয়া-অভিষেক মেয়ের নাম রেখেছেন আরাধ্যা। আমির-কিরণের ছেলের নাম আজাদ। ইমরান হাসমি ছেলের নাম রেখেছেন আয়ান। যার অর্থ ভগবানের উপহার। অমৃতা অরোরা, শকিল লাদাখের ছেলের নাম আজান। সুস্মিতা সেনও ছোট মেয়ের নাম রেখেছেন আলিসাহ। এই তালিকায় নবতম সংযোজন রানি-আদিত্যর মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে