শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৭:৫৪

বাস কন্ডাক্টর থেকে যেভাবে নায়ক হলেন রজনীকান্ত

বাস কন্ডাক্টর থেকে যেভাবে নায়ক হলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক : রজনীকান্তকে ভারতের দক্ষিণী ছবির কিংবদন্তি এক দেবতাতুল্য ব্যক্তিত্ব মনে করা হয়। শুধু তাই নয়; পুরো ভারতে, এমনকি এশিয়াতেও চলচ্চিত্রের এক সুপারস্টারের নাম- রজনীকান্ত। বয়সে প্রবীণ হলেও ‘অ্যাকশন হিরো’-র ভূমিকায় এখনো অক্লান্তভাবে অভিনয় করে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের এই সুপারস্টার। আজ তারকা অভিনেতা রজনীকান্তের জন্মদিন। আজ শনিবার ১২ ডিসেম্বর ৬৫ বছরে পা দিলেন এই অসামান্য চলচ্চিত্র ব্যক্তিত্ব। আজ সকাল থেকেই টুইটারে উপচে পড়ছে অভিনেতা রজনীকান্তের জন্য তার অগণন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা। রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গায়কোয়াড়। ভারতের দক্ষিণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও এই অভিনেতার জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, এক মারাঠি পরিবারে। তার মায়ের নাম জিজাবাই ও বাবার নাম রামজি রাও। চলচ্চিত্রে আসার আগে সামান্য একজন বাস কনডাক্টর হিসেবে কাজ করতেন রজনী। ১৯৭৮ সালে তামিল ছবির ‘বৈরভী’তে নায়কের ভূমিকায় তার আত্মপ্রকাশ। আর এই অভিনেতা ১৯৮৩ সালের ‘আন্ধা কানুন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ১২ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে