শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৪:৪১

বর্ণবাদের শিকার সোনম

বর্ণবাদের শিকার সোনম

বিনোদন ডেস্ক : বিদেশের মাটিতে গায়ের রঙের কারণে বেশ কয়েকবার হেনস্থার শিকার হতে হয়েছে সোনম কাপুরকে। এমন বর্ণ বিদ্বেষের অভিযোগ তুললেন খোদ সোনমই। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে বেশ কয়েক বার বর্ণবিদ্বেষের শিকার হয়েছি আমি। গায়ের রঙ বাদামি দেখলেই লোকজনের আচরণ বদলে যায়’ এমনিতেই সোনম বেশ স্পষ্টভাষী হিসেবেই বি টাউনে পরিচিত। ফের একবার তার ঠোঁটকাটা চরিত্রের দেখা মিলল। জানালেন, আমাদের সমাজে বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করার প্রবণতা বড়ই বেশি। অসহিষ্ণুতা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সোনমের মতে, ভারতীয়রা যদি পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে পারেন, তা হলে অন্যদেরও অধিকার আছে এ দেশে এসে কাজ করার। তবে তার সঙ্গেই তিনি যোগ করেছেন, আজ নয়, ৬০ বছর আগেও ভারতে অসহিষ্ণুতা নেহাত কম ছিল না। ১২ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে