শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:০১

রুবেলকে জড়িয়ে শাহাদাত ও স্ত্রীকে নিয়ে যা বললেন হ্যাপী

রুবেলকে জড়িয়ে শাহাদাত ও স্ত্রীকে নিয়ে যা বললেন হ্যাপী

বিনোদন ডেস্ক : নাজনীন আক্তার হ্যাপী, বাংলা চলচ্চিত্র জগতের একটি আলোচিত নাম। মিডিয়ায় মডেলিং এবং অভিনয় করে তিনি যতটানা আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি অালোচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সাথে তার নাম জড়িয়ে। তবে সেই আলােচনা কিছুদিনের জন্য একটু ভাটা পড়লেও হ্যাপীর মনে আজও রয়েগেছে সেই ঝড়। এই অালোচনার পরই মিডিয়াতে অনেকটা সক্রীয় হয়ে ওঠেন তিনি। শোনা গেল নায়ক শাকিব খানের সাথে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা অার হলোনা। তার পরই যেন নেমে আসতে থাকে তার জীবনের সবচাইতে মূল্যবান অধ্যায়। তবে বর্তমানে তিনি একজন ইসলাম প্রিয় দ্বীনদার ফরহেজগার নারী। তবে হ্যাপীকে নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় হলো, আবারও হ্যাপীর মুখে পরোক্ষ ভাবে শোনা গেল রুবেলকে নিয়ে অালোচনা। আজ শনিবার বিকেল তিনটার দিকে হ্যাপী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। হ্যাপীর ফেসবুক পেজ থেকে সেই স্ট্যাটাসটি এমটি নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ‘অনেক দিন পর দেখা হল।আলহামদুলিল্লাহ! মানুষ মাত্রই ভুল করে,আমার বান্ধবী ও রাজীব ভাইয়ার হয়তো কিছু ভুল ছিল।একটা ভুল নিয়ে তো মানুষের সারা জীবন যেতে পারে না! আল্লাহ প্রত্যেককে কিছু না কিছু সমস্যা দেয়, যাতে করে তারা আল্লাহর পথে ফিরে আসে। যারা তওবা করে ফিরে আসে তারাই তো সফলকাম আর যারা আল্লাহর পথে ফিরে আসতে পারে না তাদের ইহকাল ও পরকাল সবই ধংস হয়। আমি এখন আমাদের এলাকার তাবলীগে যাই,আমার বান্ধবীকেও দাওয়াত দিয়েছি।সেও যাবে ইনশাল্লাহ! তারও ভাল আগ্রহ আছে,আলহামদুলিল্লাহ! এখানে একটা বিষয় আছে, আমাদের সমাজে তথাকথিত ঐ ঘটনার চেয়ে জঘন্য অপরাধ করেও কেউ কেউ ক্ষমতা দেখিয়ে পার পেয়ে যায়, সামান্য অপরাধবোধেও ভোগে না।সেইসব মানুষকেই আবার আমরা মাথায় করে রাখি!এমনি একটা ভাবে আচরণ করি যেমন, ঐসব অন্যায় কোন অন্যায়-ই না এবং খুব স্বাভাবিক!ঠিক প্রায় কাছাকাছি বিষয়ের বেলায় দুই রকম আচরণ।যদিও এর একটা কারণ হচ্ছে রাজীব ভাইয়া বর্তমানে বিশেষ ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে,অতএব বিসিবির তাকে কোন প্রয়োজন নেই,এমনকি ক্রিকেটপ্রেমীরা তো যেদিকে বাতাস যায় সেদিকে নুয়ে পড়ে! সেই কথা না বলাই শ্রেয়। আমি বলছি না রাজীব ভাইয়া নির্দোষ,আপনাদের মত আমার চোখেও সে অপরাধী কিন্তু বিষয় হল আমাদের দৃষ্টিভঙ্গি কেন দুই রকম? সে ফর্মে নেই বলে? তাহলে আপনিই বলুন চলতি অবস্থানের উপর নির্ভর করে কি আপনি অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলেন নি? ভাইয়া ফর্মে থাকলেও হয়তো তার চিত্র টা অন্য ব্যক্তির মতই হত এবং আপনাদের চোখে সাধু বলেই গণ্য হত!এটাই আমাদের দৃষ্টিভঙ্গি! সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক।আমার বান্ধবীর জন্য দোয়া চাই।সে যেন আমার সাথে তাবলীগে সময় দিয়ে আল্লাহর পথে ফিরে আসতে পারে।’ ১২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে