ভারতীয় বাংলা ছবিকে আঁচলের ‘না’
বিনোদন ডেস্ক : ২০১১ সালে রাজু আহমেদ‘র ‘ভুল’ ছবির মাধ্যমে বড়পর্দায় পথচলা শুরু হয়েছিল আঁচলের। এরপরই বেশ ক’টি ছবিও করেন। প্রশংসা কুড়িয়েছেন আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ ছবির মাধ্যমে।
বর্তমানে তার হাতে কাজের সংখ্যা একেবারেই কম। হঠাৎ করেই তার ক্যারিয়ারে ভাটির টান পড়েছে। মূলত নকল গল্পের ছবিতে অভিনয়, বড় তারকার ছবি থেকে বাদ পড়া এবং বাণিজ্যিক ভাবে সাফল্য লাভে ব্যর্থ হওয়ার কারণে অনেকটা ঘরে বসেই দিন পার করছেন আঁচল।
হাতে কাজ না থাকার পরও যৌথ প্রযোজনার চলচ্চিত্র, নকল গল্পের ছবি আর অখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনকে ‘না’ বলে দিয়েছেন এই নায়িকা।
তিনি জানিয়েছেন, ‘মেন্টাল ছবির শুটিং শেষ করার পর থেকে বাসায় বসেই আছি। হাতে একটা ছবি থাকলেও, তা কবে শুরু হবে নিশ্চিত নই। তাছাড়া নতুন কোন ছবিও নেই।’
আঁচল বলেন, ‘আসলে আমাদের দেশে এখন আর কোন ছবি হচ্ছে না। যা হচ্ছে, তা ওপার বাংলার ছবি। অর্থ্যাৎ ‘যৌথপ্রযোজনার ছবি”।
তিনি জানান, এখন পর্যন্ত বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সবশেষ তিনদিন আগেও একজন আমাকে যৌথ প্রযোজনায় কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু আমি শুরু থেকেই এ ধরণের ছবিতে কাজ করতে অনাগ্রহী ছিলাম। ভবিষ্যতেও যৌথ প্রযোজনার নামে ভারতীয় বাংলা ছবিতে অভিনয় করব না। কারণ এসব ছবিতে আমাদের তারকাদের নাম মাত্র উপস্থিতি নাম মাত্র। কোন ধরনের নীতিমালা মানা হচ্ছে না।’ সূত্র: বাংলামেইল
১২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�