রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:১২:৪৫

আর্মস্ট্রং চাঁদে গিয়ে কাকে দেখেছিলেন? রজনীকান্তকে!

আর্মস্ট্রং চাঁদে গিয়ে কাকে দেখেছিলেন? রজনীকান্তকে!

বিনোদন ডেস্ক : আর্মস্ট্রং প্রথম চাঁদে গিয়ে কাকে দেখেছিলেন?রজনীকান্তকে! গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করার পর প্রথম মিসড কলটা পেয়েছিলেন কার থেকে? কেন রজনীকান্ত! নাহ। এসব শুনে কেউই মোটেও কেউ অবাক হন না। তিনি তো রজনীকান্ত, তার পক্ষে সব সম্ভব...সব...তিনি ইচ্ছা করলেই বন্দুক ছুটে আসা গুলি এক হাতে ধরে অন্য হাতে আকাশে ছুঁড়ে দেওয়া সিগারেটে আগুন ধরিয়ে ফেলতে পারেন। আমরা সবাই গুগলে গিয়ে খবর খুঁজি, ল্যারি পেজ একটু রজনীকান্ত করে নেন। মেসি মাঝ মাঠ থেকে বাঁ পায়ের জাদুতে গোল নেট ছিন্ন ভিন্ন করেন। আর রজনীকান্ত সেই যে বলে লাথিটা মেরে ছিলেন, তারপর পৃথিবীটা বনবন করে ঘুরিয়েই চলেছে। একজন কন্ডাক্টর থেকে এই যে একটা দেশের মোস্ট সোনসেশনল সুপারস্টার হয়ে অঠার তুলনাটা শুধুই রূপকথা। এই যে লার্জার দ্যন লাইভ ইমেজ, এই যে ৬৫ বছরেও অপার ক্যারিশ্মা, এই যে পাতার পাতা অবাস্তব জোকসের ছড়াছড়ি, পৃথিবীতে আর কোনও সিনে স্টারকে নিয়ে এর আগে এত উন্মাদনা হয়েছে কিনা, রীতিমত মাইক্রোস্কোপ দিয়ে সেটা খুঁজতে হবে। তিনি নিজেই একটা গোটা চলতা ফিরতা ইনস্টিটিউশন। ইন্ডাস্ট্রিও। তার তুলনা শুধু তিনিই। শনিবার ছিল সেই থালইভার জন্মদিন। অতএব, অল দ্য রজনী ফ্যানস, ডোন্ট ইউ মিস দ্য চ্যান্স। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে