রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১০:২৫:২৮

রিয়াজের আপত্তি

রিয়াজের আপত্তি

বিনোদন ডেস্ক : গেল একবছর আগে ‘বিজয়গাথা’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। আর এটি এখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ১৫ই ডিসেম্বর রাজধানীর ব্লকবাস্টারে প্রিমিয়ার করার ঘোষণা দিয়েছেন নির্মাতা। কিন্তু এতে আপত্তি তোলেছেন নায়ক রিয়াজ। রিয়াজ জানিয়েছেন, ‘গত বছরের নভেম্বর মাসের দিকে একটি নাটকের কাজ করি আমি। কিন্তু এটাকে স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রিমিয়ার করে বড় পর্দার দর্শককে ঠকানোর মানে কি! আমি বুঝলাম না সেন্সরবোর্ড, পরিচালক সমিতিসহ সকল জায়গায় কি এখন অনৈতিকতায় ভরা? দর্শকরা নাটক দেখবে ছোট পর্দায়। বড় পর্দায় কেন’? ‘বিজয়গাথা’ পরিচালনা করছেন আজাদ কালাম। চিত্রনাট্য লিখেছেন অশোক বসাক। গত বছরের নভেম্বরে ‘বিজয়গাথা’র দৃশ্যধারণ হয় মানিকগঞ্জে। পরিচালক আজাদ কালাম জানিয়েছেন, সেন্সরবোর্ডে এ গল্পের দুটি সংশোধন দিয়েছে। ৭০ মিনিটের এ গল্পটি স্বল্পদৈর্ঘ্য হিসেবে বড় পর্দায় চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ঢুলিডটকম নামে অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান এটি কিনে নিয়েছে। কয়েক দিন আগে এ প্রতিষ্ঠানের মালিক লুসা মির্জাসহ আমি রিয়াজ ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তিনি অবশ্য বলেছিলেন, এটা তো ছিল ছোট পর্দার কাজ। তার পরও প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে আমরা কয়েকটি প্রেক্ষাগৃহে দিচ্ছি। ১৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে