রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:২০:১০

এবার মেসি আসছেন সিনেমায়

এবার মেসি আসছেন সিনেমায়

বিনোদন ডেস্ক : লিওনেল মেসিকে এবার পর্দায় তুলে আনা হচ্ছে। পরিচালক রিঙ্গো বন্দ্যেপাধ্যায়র হাত ধরে মেসি আসছে রূপালী পর্দায়। এ মেসি অবশ্য পাড়ার ফুটবল খেলিয়ে। কী তার আসল নাম? সকলে ভুলেই গিয়েছে। সারা পাড়া, এমনকি বাড়ির লোকও তাকে মেসি বলেই ডাকে। স্ট্রিট ফুটবলের এই কিশোর ফুটবলার কীভাবে জীবনযুদ্ধে জয়ের রসদ খুঁজে পাবে ফুটবলেই, তাইই তুলে ধেরা হবে ছবিটিতে। আর ছবিটির নাম করণও করা হয়েছে ‘মেসি’। এ ছবিতে কিশোর ‘মেসি’ হিসেবে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। সত্যি মেসির ডাই হার্ট ফ্যান আরিয়ান মেসির ভূমিকা পেয়ে উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘একে তো আমি মেসির ফ্যান। তার উপর এ ছবিতে শুধু ফুটবল নয়, বরং ফুটবলের মেটাফরে জীবনের অনেক গভীর কথা উঠে আসছে। এরকম একটা ছবিতে যে কাজ করতে পারছি সেটা দারুণ ভাললাগা।’ ফুটবলার হয়ে ওঠার জন্য বডি ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে দেদার খাটছেনও আরিয়ান। ট্রেনিং, প্র্যাকটিস তো আছেই পরিচালকের পাঠানো ভিডিওগুলি খুঁটিয়ে দেখেও পুরোদস্তুর ফুটবলার হয়ে ওঠার চেষ্টা করছেন। ছবিতে ‘মেসি’ দাদার ভূমিকায় থাকছেন রণজয় বসু। তিনি অবশ্য বলছেন, ‘ফুটবল খেলা হলেও আসলে আমাকে অভিনয়ই করতে হবে।’ তাকে টেনেছে এ চরিত্রটাই। নিজের প্রায় বিপরীতে তেমন স্মার্ট নয় এক চরিত্রে নিজেকে প্রকাশ করাটাই তার কাছ চ্যালেঞ্জ। এ ছবিতেই প্রথম আত্মপ্রকাশ ঐশিকির। ছবির বিষয়ের দিকে ইঙ্গিত করে তার বক্তব্য, নিজের কেরিয়ার শুরু করার জন্য এর থেকে ভাল ছবি বোধহয় আর কিছু হত না। ছবিতে মেসির মায়ের ভূমিকায় দেখা যাবে চৈতী ঘোষালকে। পরিচালক এ ছবিতে শহরের স্ট্রিট ফুটবলের কালচারকেই নতুন করে মনে করিয়ে দিতে চাইছেন। তিনি বললেন, ‘সত্যি মেসিকে পাশ বাড়িয়ে দেওয়ার জন্য ইনিয়েস্তা থাকে। কিন্তু পাড়ার এই মেসিকে পাশ বাড়ায় হয়ত বাড়ির দেওয়াল। কোনও বাড়ির জানালা, জলের লাইন। এই খেলায় টিমে থাকে হয়ত পাঁচজনই, কিন্তু আসলে এই সব মিলিয়ে খেলে আসলে ১১ জনই। স্ট্রিট ফুটবলের এ মজা পুরোদমে থাকছে ছবিতে।’ আর পাড়ার এ খেলা কোনও টিভি চ্যানেল নয় রেকর্ড করবে পাড়ার মা-মাসিরাই, সম্প্রচারিত হবে লোকাল কেবিলে। ফুটবল-বিনোদন ককটেলে নয়, জীবনের লড়াইকে এই স্ট্রিট ফুটবলে তুলে আনছেন তিনি। আর তাই সে লড়াইয়ে সকলেই অংশীদার। এখানে ফুটবল মাঠ তাই গোটা জীবনটাই, আর মেসি সেই জীবনে জয়ের কাণ্ডারী, সাফল্যের রাজপুত্র। ১৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে