সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন কণ্ঠশিল্পী আসিফ
বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজে গাড়ী চালিয়ে বাসায় ফিরের পথে ঢাকার শেরাটনের মোড় হয়ে মিন্টু রোডে যাওয়ার মুখে তিনি দুর্ঘটনার স্বীকার হন। এতে তার গাড়ির পেছনের অংশ দুমড়ে যায়। তবে আসিফ অক্ষত রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ আকবর আজ একটি স্টেটাসের মাধ্যমে এখবর জানিয়েছেন। তিনি তার ফেসবুক ওয়ালে লিখেন, ‘বৃহস্পতিবার রাতে বাসায় ফিরছিলাম নিজে গাড়ী চালিয়ে। শেরাটনের মোড় হয়ে মিন্টু রোড ধরে মগবাজারের বাসায় আসবো। বাঁয়ে ইন্ডিকেটর দিয়ে ৫০/৬০ কিলো গতিতে গাড়ী চলছিলো। পেছন থেকে প্রতিযোগীতারত দুটি ট্রাকের একটি সজোরে আমার গাড়ীতে আঘাত করে। সিট বেল্ট বাধা না থাকলে হয়তো গাড়ী থেকে ছিটকে বেরিয়ে যেতাম, গাড়ী উল্টে গিয়ে আইল্যান্ডে আছড়ে পড়তো । রক্তাক্ত হতাম, মৃত্যু ও হতে পারতো। শক্ত হাতে ষ্টিয়ারিং ধরে গাড়ীটার নিয়ন্ত্রনে রাখতে পেরেছি। বুকের পাঁজরে ব্যাথা পেয়েছি।
মহান আল্লাহ’র অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছি। আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।’
উল্লেখ্য, আসিফ আকব তার সুরেলা কন্ঠের জন্য দেশ-বিদেশে বিশেষভাবে সুপরিচিত। তিনি ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'আমারই ভাগ্যে তোমারই নাম' (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল: ১৯৯৭ সালে)।
১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল