রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৫:৩২

দিলীপ কুমারের হাতে তুলে দেয়া হল পদ্মভূষণ

দিলীপ কুমারের হাতে তুলে দেয়া হল পদ্মভূষণ

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমাররের হাতে পদ্মবিভূষণ সম্মান তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার তার মুম্বাইয়ের বাড়িতে যান রাজনাথ সিংহ। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। এ দিন বেলা ১টা নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রী টুইট করেন, ‘মুম্বইয়ে পৌঁছলাম। অভিনেতা দিলীপ কুমারকে সম্মানিত করতে তাঁর বাড়িতে যাব।’ এ বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে। যে দিন রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান দেওয়া হয়, ওই প্রবাদপ্রতিম অভিনেতা হাজির থাকতে পারেননি। তাই সরকারের পক্ষ থেকে এ দিন তার বাড়িতে গিয়েই সম্মানিত করা হল। ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন মহম্মদ ইউনুস খান ওরফে দিলীপ কুমার। অধুনা পাকিস্তানের পেশোয়ারে ১৯২২ সালে জন্ম তার। ‘মুঘল-এ-আজম, নয়া দৌড়, দেবদাস, মধুমতী, গঙ্গা যমুনা-র মতো ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ১৯৯১-এ পেয়েছেন পদ্মভূষণ এবং ১৯৯৪-তে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে