আইনজীবীসহ উদ্ধার হলো শিল্পী হেমার লাশ
বিনোদন ডেস্ক : শিল্পী হেমা উপাধ্যায় আর তার আইনজীবী হরিশ ভাম্বানির বাক্স বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের লাশ মুম্বাইয়ের একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে তারা দু’ জন নিখোঁজ ছিলেন। দুই পরিবারের পক্ষ থেকে থানায় আলাদা আলাদা মিসিং ডায়েরিও করা হয়েছিল।
শনিবার মুম্বাই শহরতলির কান্দিভালি এলাকার নর্দমায় দু’টি কার্ডবোর্ডের বাক্সে উদ্ধার হয় প্লাস্টিক মোড়া জোড়া মৃতদেহ। এই দুই মৃতদেহ হেমা এবং হর্ষের বলে রবিবার নিশ্চিত করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, শ্বাস রোধ করে খুন করা হয়েছে দু’জনকে।
৪২ বছরের হেমা উপাধ্যায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের জাতীয় বৃত্তি পেয়েছেন। পেয়েছেন জাতীয় ললিত কলা অ্যাকাডেমি এবং গুজরাত ললিত কলা অ্যাকাডেমির বার্ষিক পুরস্কারও।
১৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
হেমার স্বামী চিত্রশিল্পী চিন্তন উপাধ্যায়। দু’বছর আগে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে হেনস্থার অভিযোগ দায়ের করছিলেন হেমা। এই মামলায় হেমার আইনজীবী ছিলেন ৬৫ বছরের হরিশ ভাম্বানি।
�