ভাঙ্গাড়িওয়ালাদের বের করে দিতে বললেন জেমি
বিনোদন ডেস্ক : বর্তমানে তামিল-তেলেগু ছবির নকল ছাড়া কোনও গল্প নেই। নিজেদের মাথায় কিছু নেই। কিছু চিত্রনাট্যকার কয়েকটি ছবি ভাঙেন। কয়েকটা ছবি ভেঙে তারা একটা ছবির চিত্রনাট্য তৈরি করেন। এই ভাঙাড়িওয়ালারা চলচ্চিত্রকে ধ্বংস করে দিচ্ছে। আর তারাই এ দেশের ৮০ ভাগ ছবির চিত্রনাট্য লেখেন। আর এই চিত্রনাট্য দিয়ে ছবি বানাতে গিয়ে শত কোটি টাকার প্রোজেক্ট সত্তর লাখের মধ্যেই শেষ করতে হয়। তখন আসলে দর্শক যা দেখে তাতে বিরক্ত হয়।
শনিবার বিএফডিসির জহির রায়হান অডিটরিয়ামে ‘ফেরারী’ ছবির মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন পরিচালক মোহাম্মদ হোসেন জেমি। তিনি সিনেমার স্বার্থে ভাঙাড়িওয়ালাদের চলচ্চিত্র শিল্প থেকে বের করে দেবারও আহ্বান জানান।
‘ফেরারী’ ছবিটি পরিচালনা করছেন হানিফ মাহমুদ, প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ডনি প্রোডাকশন্স। মহরতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা মৌমিতা মৌ, নবাগত নায়ক রবিন। প্রধান অতিথি ছিলেন পরিচালক কাজী হায়াৎ। উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক বিপ্লব শরিফসহ আরো অনেকে।
নিজের বক্তব্যে কাজী হায়াৎ বলেন, 'আমি বিশ্বাস করি, ভালো ছবি এখনো দর্শক হলে এসে দেখেন। আর মৌলিক ছবিই পারে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান শক্ত করতে।' এসময় তিনি ফেরারী ছবির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ছবির নায়ক, নায়িকা ও পরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভালো একটা ছবি নির্মাণ তারা এ সময় সবার কাছে দোয়া ও সহযোগিতা চান।
১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ