জানুয়ারিতে হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ
বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যক হুমায়ূন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে তারই সহধর্মিনী অভিনেত্রী শাওন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’।
কথা ছিল হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বরে ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু শুটিং চলাকালে ছবিটির মুখ্য অভিনেতা রিয়াজ হৃদরোগে আক্রান্ত হলে আটকে যায় ছবিটির দৃশ্যধারণের কাজ। যার ফলে সময় মতো শেষ করা যায়নি ‘কৃষ্ণপক্ষ’র শুটিং সহ আনুসাঙ্গি কাজ। ফলে সম্ভব হয়নি নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি দেয়া। তবে এবার চুড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখ।
আগামী ২৯ জানুয়ারি মুক্তির জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন নির্মাতা। আর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা নিজেই।
এদিকে রিয়াজ সুস্থ হয়ে ডাক্তারের পরামর্শে শুটিংয়ে ফিরেছেন। আজ (সোমবার) ১৪ ডিসেম্বর চলছে শেষ দিনের শুটিং।
রিয়াজ জানিয়েছেন, ‘চিকিৎসকের কড়া নির্দেশ, সাবধানে চলতে হবে। এখন ডাক্তারের পরামর্শ নিয়েই কাজে ফিরেছি। চিকিৎসক বেশ কিছু বিধি-নিষেধ দিয়ে দিয়েছেন। সেগুলো মেনেই কাজ করছি। আর এখানে হালকা ধরনের কিছু কাজ আছে। দায়বদ্ধতা থেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।’
নির্মাতা মেহের আফরোজ শাওন জানিয়েছেন,‘ ১৪ ডিসেম্বর সকাল থেকে নূহাশ পল্লীতে শুটিং শুরু হয়েছে। আজ এখানে একটি গানের দৃশ্যধারণ করা হচ্ছে। যাতে রিয়াজ-মাহি অংশ নিচ্ছেন। সন্ধ্যার মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’
এ গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ। আর সুর করেছেন এস আই টুটুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন টুটুল-নাওমি। এছাড়া গানটির কথা হলো - ‘এই চলো না বৃষ্টিতে ভিজি/চলো না কন্যা যাই ছাদে’।
১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন