সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৩:২৭

ফ্রান্সে আটক কাজী মারুফ

ফ্রান্সে আটক কাজী মারুফ

বিনোদন ডেস্ক : কাজী মারুফকে ফ্রান্সের প্যারিসের বিমানবন্দরে আটক করা হয়েছে বলে জানা গেছে। মারুফ পারিবারিক কাজে গত ২৮ নভেম্বর তিনি ফ্রান্সে যান। তাঁর দেশে ফেরার কথা ছিল গত ১২ ডিসেম্বর। দেশটির শার্ল দো গল বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায়। দেশে ফেরার পরে মারুফের ‘মাস্তান পুলিশ’ শিরোনামের এক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। এ বিষয়ে মারুফের বাবা কাজী হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আজ সন্ধ্যায় তাঁর দুবাই পৌঁছানোর কথা, দেশে ফিরে না আসা পর্যন্ত আমার দুশ্চিন্তা দূর হবে না। তবে সে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ করতে পেরেছে সে সন্ত্রাসী নয়। সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ ও সুন্দরভাবে দেশে ফেরত আসে। ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে দেশগুলো। এই বাড়তি নিরাপত্তার কারণেই মারুফকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান কাজী হায়াৎ। তবে মারুফকে ঢাকামুখী একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন কাজী হায়াৎ। ছবিটির পরিচালক রকিবুল ইসলাম বলেন, আমার ছবির শুটিংয়ে নায়ক মারুফের যোগ দেওয়ার কথা ছিল এ সপ্তাহেই। কিন্তু পারিবারিক একটি কাজে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ফেরার জন্য ১২ ডিসেম্বর বিমানবন্দরে গেলে তাঁকে আটক করা হয়। আসলে মুসলিম যত যাত্রী ছিলেন, তাদের সবাইকেই সেখানে আটক করা হয়। গত দুইদিন মারুফ বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। আমরা যোগাযোগ করেছি। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে। তা ছাড়া অনলাইনে বিভিন্ন ছবির ক্লিপিং, নিউজ দেখিয়ে মারুফ প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের একজন অভিনয়শিল্পী। আজ সন্ধ্যায় তিনি দুবাই পৌঁছাবেন বলে জেনেছি। এক ধরনের আতঙ্ক কাজ করছে।-কালের কণ্ঠ অনলাইন ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে