'শাহরুখের 'দিলওয়ালে' দেখবেন না'
বিনোদন ডেস্ক: শাহরুখ খানের 'দিলওয়ালে' বয়কট করুন। লোকজনের কাছে সোমবার এই আহ্বান জানালো ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার শাখা চিত্রপট কর্মচারী সেনা।
কেন এই বয়কট? চিত্রপটের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের কৃষকের পাশে দাঁড়াননি শাহরুখ খান। কানাকড়িও সাহায্য করেননি। তাই তার সিনেমা বর্জন করা উচিত।
প্রসঙ্গত, এই সপ্তাহেই (১৮ ডিসেম্বর) রিলিজ করছে শাহরুখ ও কাজল জুটির ‘দিলওয়ালে’।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার চিত্রপট কর্মচারী সেনার প্রধান অমিয় খোপকর সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগে গোটা মহারাষ্ট্র, বিশেষ করে মারাঠাওয়াড়ার কৃষকরা ভালোরকম আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাহরাখ খান নিজে একই রাজ্যে থেকেও, সাহায্যে হাত বাড়িয়ে দেননি। অথচ, তার সাহায্যটা জরুরি ছিল।
আপনারা কি চান, দিলওয়ালে নিষিদ্ধ করতে? জবাবে, চিত্রপট প্রধান বলেন, না, আমরা তো ছবি ব্যান করার কথা বলিনি। আমরা শুধু মানুষের কাছে আহ্বান জানিয়েছি, যাতে তারা দিলওয়ালে বয়কট করেন।
১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�