‘বাহুবলি টু’ নিয়ে বাড়ছে উন্মাদনা
বিনোদন ডেস্ক : ভারতের ইতিহাসে আলোচিত চলচ্চিত্র ‘বাহুবলি’। মুক্তির পর থেকেই বেশ প্রশংসিত হয়েছে এ ছবিটি। যার ফলে ছবিটির দ্বিতীয় খণ্ড নিয়ে বাড়ছে অাগ্রহ।
২০১৫ সালে ভারতের আলোচিত সিনেমাগুলোর মধ্যে ছিল বাহুবলি-দ্য বিগিনিং। বক্স অফিসের সফলতার পাশাপাশি দর্শকপ্রিয়তাও পেয়েছিল সিনেমাটি। সিনেমাটির দ্বিতীয় অংশ ‘বাহুবলি টু’ অর্থাৎ ‘বাহুবলি-কনক্লুশন’ ২০১৬ সালে মুক্তির কথা থাকলেও সিনেমাটি মুক্তির তারিখ পেছানো হচ্ছে বলে জানা গেছে।
এর আগে জানানো হয়েছিল আগামী বছর অর্থাৎ ২০১৬ সালে মুক্তি পাবে বাহুবলি টু। কিন্তু এক প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি মুক্তির সময় পিছিয়ে ২০১৭ সাল করা হচ্ছে।
এরই মধ্যে সিনেমাটির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে। সিনেমার বেশকিছু যুদ্ধের দৃশ্য এবং উল্লেখযোগ্য দৃশ্যধারণ করা হয়ে গেছে। সম্পূর্ণ দৃশ্যধারণ করা হয়ে গেলে ভিএফএক্স-এর কাজ করা হবে। এর জন্য একটু বেশি সময় প্রয়োজন। এ কারণেই মুক্তির তারিখ পেছানো হচ্ছে।
‘বাহুবলি-দ্য বিগিনিং’ যেখানে শেষ হয়েছিল সেই বিষয় থেকে শুরু হবে ‘বাহুবলি টু’। সিনেমাটির শেষ অংশকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতুহল এখনো মেটেনি। যা দেখা যাবে সিনেমাটির দ্বিতীয় অংশে। তাই ‘বাহুবলি টু’ সিনেমার মুক্তির সময় নিয়ে দর্শকদের অনেক আগ্রহ রয়েছে। দ্বিতীয় অংশে কাটাপ্পা (সত্যরাজ) শিভুরুকে (প্রভাস) জানাবেন কেন তিনি বাহুবলিকে হত্যা করেছিলেন।
১৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�