দু’দিন পর ছাড়া পেলেন মারুফ
বিনোদন ডেস্ক : ৪৮ ঘন্টা আটক থাকার পর ফ্রান্সের পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়ক কাজী মারুফ।
জানা গেছে, গত ২৮ নভেম্বর তিনি পারিবারিক কাজে ফ্রান্সে যান। আর কাজ শেষ করে ১২ ডিসেম্বর তার দেশে ফেরার কথা ছিলো। মারুফও সেসময় ধরেই কাজ এগুচ্ছিলেন। এরপর ১২ ডিসেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে তিনি ফ্রান্সের প্যারিস শার্ল দো গেলে বিমানবন্দরে নিরাপত্তাতার অজুহাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এরপর গত দুই দিন মারুফ বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। এরপর তাকে সোমবার ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে তার বাবা চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি কিছুক্ষন আগে মারুফের সাথে কথা বলেছি, তখন সে বলেছে আর ঘন্টাখানেক সময়ের মধ্যে ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে। বিষযটি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। তবে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মারুফ প্রমাণ করতে পেরেছে সে সন্ত্রাসী নয়।’
১৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�