একের ভেতর তিন মোশারফ!
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবার একের ভেতরে তিন! অর্থাৎ, একাধারে তিনি মুক্তিযোদ্ধা, যুদ্ধশিশু আবার রাজাকার!
না, এটি একটি নাটকে নয়। তিনি সম্প্রতি পৃথক তিনটি নাটক করেছেন আর ওই নাটক তিনটিতে তিনি ধারণ করেছেন তিন ধরনের চরিত্র।
আবু হায়াত মাহমুদের প্রত্যাবর্তন নাটকে যুদ্ধশিশুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মায়ের গ্রাম খুঁজতে যিনি হাজির হয়েছেন এ দেশে। নাটকটি এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত হলেও শেষ মুহূর্তে জানা যায়, এবার তা প্রচারিত হচ্ছে না। পরিচালক জানিয়েছেন, খুব শিগগির নাটকটি প্রচারিত হবে।
তবে একই পরিচালকের আঁধারের ঋণ নাটকটি আজই প্রচারিত হবে আরটিভিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এই নাটকে মোশাররফ করিমের চরিত্রটি একজন রাজাকারের, যার নির্দেশে এলাকার বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হয়। এতে আরও অভিনয় করেছেন তিশা, শতাব্দী ওয়াদুদ ও সুজাত শিমুল।
এখানেই শেষ নয়, মোশাররফ করিম এবারের বিজয় দিবস উপলক্ষে তৈরি একটি টেলিছবিতে মুক্তিযোদ্ধার চরিত্রেও অভিনয় করেছেন। টেলিছবিটির নাম রবির আবির। এটি রচনা করেছেন এলিনা শাম্মী ও পরিচালনা করেছেন অরণ্য পলাশ। টেলিছবিটির শুটিং হয়েছে এ মাসের শুরুতেই। তবে শুটিং হলেও এবারের বিজয় দিবসে এটি প্রচারিত হচ্ছে না। পরিচালক জানিয়েছেন, দিন পরিবর্তন করে টেলিছবিটি আসছে ২৬ মার্চ প্রচারের পরিকল্পনা করছেন তারা।
১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�