টোকনের ‘রাজপুত্তুর’ কলকাতায়
বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘রাজপুত্তুর’ চলচ্চিত্র নির্মাণ করেছেন টোকন ঠাকুর। নির্মাণের শুরু থেকেই বেশ আলোচনায় আছে এই চলচ্চিত্রটি। এবার এই চলচ্চিত্রটি মনোনীত হয়েছে ৫ম কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য।
কলকাতার নন্দনে আয়োজিত এ উৎসবটি শুরু হবে ২০ ডিসেম্বর। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রগুলো জমা দেন আন্তর্জাতিক কার্টুন ফেস্টিভালের বাংলাদেশ পরিচালক রবিউল ইসলাম রনি।
তিনি জানিয়েছেন, ‘শোভনের স্বাধীনতা’, ‘রাজপুত্তুর’সহ তিনটি ছবি দেশ থেকে পাঠানো হয়েছিল। সেখান থেকে ‘রাজপুত্তুর’ প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে। উৎসবে বিশ্বের ছয়টির মতো দেশ অংশগ্রহন করছে। উদ্বোধনীর দিনে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্টজন উপস্থিত থাকবেন।’
গত ৪ ডিসেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। বিশ্বকবির সার্ধশত জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় এটি নির্মিত হয়েছে।
১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�