বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৯:১১

২০১৫ সালের সেরা ৫ চলচ্চিত্র

২০১৫ সালের সেরা ৫ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : আর ক’দিন পরই শেষ হতে যাচ্ছে চলতি বছর ২০১৫ সাল। তাই এখনই চলছে কিছুটা হিসেব নিকেশ। আলোচনা উঠেছে এ বছরে বলিউডে সব চেয়ে সফল পাঁচটি ছবি নিয়ে। তবে সেই তালিকাতে আছে কোন কোন ছবি? এমন অনুসন্ধান করে যে পাঁচটি ছবি পাওয়া গেছে, তা পাঠকের জন্য তুলে ধরা হল। ১। ‘বাজরাঙ্গি ভাইজান’ বক্স অফিসে সর্বকালীন সফল রেকর্ডে প্রথম দিকেই ঠাঁই করে নিয়েছে। এ ছবিটি আয় করেছে ৩২০.৮৭ কোটি রুপি। ছবিটি মুক্তি পেয়ে ঈদ উৎসবে। ছবির গল্প এবং নির্মাণ দুই-ই চমৎকার। এ ছবির মূখ্য ভূমিকা ছিলেন সালমান খান। ২। ‘প্রেম রতন ধন পায়ো’, এটিও সালমান খান অভিনীত ছবি। এটি এ বছরে বক্স অফিসে ২০৭.৪ কোটি রুপি আয় রয়েছে দ্বিতীয় আবস্থানে। ৩) ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নস’ ১৫০.৭৭ কোটি টাকা আয় করে বক্স অফিসে তৃতীয় অবস্থান নিয়েছেন। এটি একটি বিষয়ভিত্তিক সিনেমা। এটি স্বল্প বাজেটের সিনেমা হলেও দর্শক হৃদয় মাত করতে ঠিকই পেরেছে। ৪। ‘এবিসিডি টু’ বক্স অফিসে ছবিটির অবস্থান চতুর্থ। ছবিটি ১০৫.৭৪ কোটি রুপি আয় করেছে। ৫) ‘বেবি’ চলচ্চিত্রটি আয় করেছে ৯৪.৮৭ কোটি রুপি। এ ছবিটি বক্স অফিসে রয়েছে পঞ্চম স্থানে। নীরজ পান্ডে পরিচালিত অক্ষয় কুমারের এই সিনেমা সবার মন জিতে নেয়। ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে