বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৩:০৫

‘গণকবর’ থেকে ‘শিউলি কথা’

‘গণকবর’ থেকে ‘শিউলি কথা’

বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘গণকবর’ অবলম্বনে ‘শিউলি কথা’ শিরোনামে নির্মিত হয়েছে বিশেষ নাটক। আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন, নাজনীন হাসান চুমকী, আ খ ম হাসান, আবদুল্লাহ রানা, হান্নান শেলী ও শিশুশিল্পী তৈরী প্রমুখ। নাটকি চ্যানেল আইতে প্রচার হবে ১৮ ডিসেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে। গল্পে দেখা যাবে, পাশের গ্রামে পাকবাহিনী প্রবেশ করলে কিছু রাজাকার তৎপরতা চালাতে শুরু করে। এ ক্যাম্পে মেজর হিসেবে পাকবাহিনীর দায়িত্বে যে আসে তার চাহিদা হলো নাবালক শিশু বা বালিকা। রাজাকাররা এক সময়ে বালিকা শিউলির মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পাকবাহিনীর মেজরের হাতে তুলে দেয়। বালিকাটিকে নির্যাতনের পর ভোর বেলায় অর্ধমৃত অবস্থায় কবর দেওয়া হয়। ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে