এক ববির তিন ভাষা
বিনোদন ডেস্ক : ইয়ামিন হক ববি ঢাকাই সিনেমার জনপ্রিয় এক নায়িকা। বর্তমানে তিনি ব্যস্ত অাছেন ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র 'মালটা' নিয়ে। এ ছবির সিংহভাগ দৃশ্য ধারণ করা হচ্ছে ইউরোপের দেশ মালটাতে।
এ ছবিতে ববিকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মালটা ভাষায় কথা বলতে দেখা যাবে। এর কাজও প্রায় শেষের পথে। এটি প্রযোজনা করছে ইংল্যান্ড-আমেরিকার ট্রাইটন ফিল্ম প্রডাকশনস ও কেবি পিকচার্স। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ।
ববি বলেন, 'আমার ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে তিনটি ভাষার ছবিতে অভিনয় করছি। এতে করে দর্শকরা আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। ছবিটির ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়। আমার জানা মতে বাংলাদেশের কোনো ছবির শুটিং এর আগে মালটায় হয়নি। বৈচিত্র্যময় আয়োজনে এ ছবিটি নির্মিত হচ্ছে'।
ছবিটিতে সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন বলিউডের বিখ্যাত ছবি 'চাক দে ইন্ডিয়া'র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন কলকাতার সফল নৃত্যপরিচালক আদিল শেখ।
ববি বলেন, ‘আমি এই ছবিতে নিজের অভিনয় প্রতিভার ষোলো আনা উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করছি দেশের চলচ্চিত্রমোদীরা দীর্ঘদিন পর আর্ন্তজাতিক মানের একটি ছবি দেখতে পাবেন।'
১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�