ক্ষমা চাইলেন শাহরুখ!
বিনোদন ডেস্ক : অবশেষে ভারতে অসহিষ্ণুতা নিয়ে নিজের অবস্থান বদল করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে আর কোনও মন্তব্য করা দূরে থাক, বরং আগেরকার মন্তব্যের জন্য তিনি ক্ষমাও চেয়ে নিলেন!
৫০তম জন্মদিনে দেশের অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন বাদশা। বলেছিলেন, দেশ এই মুহূর্তে অসহিষ্ণুতার শীর্ষে। এরকম ধর্মীয় অসহিষ্ণুতা চলতে থাকলে দেশ যে অন্ধকার যুগে প্রবেশ করবে, এমনটাও বলেছিলেন তিনি।
এমন মন্তব্যের কারণে আক্রমণের লক্ষ্যেও ছিলেন তিনি। বিজেপি ও সংঘের তরফে তাকে নানাভাবে আক্রমণ করা হযয়েছিল। এমনকি ‘পাকিস্তানি এজেন্ট’ হিসেবেও তাকে কেউ কেউ আখ্যা দিলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি কিং খান। কিন্তু কিছুদিন আগে থেকেই তার অবস্থান বদল চোখে পড়তে থাকে।
আমির খান যখন অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন, তখন নিজের আগের মন্তব্য থেকে অনেকটাই সরে এসেছিলেন শাহরুখ। বলেছিলেন, দেশে সেরকম অসহিষ্ণুতা নেই। এই দেশই তার মতো তারকাকে সবকিছু দিয়েছে। আমিরের স্ত্রীর দেশ ছাড়ার আশঙ্কাকে এককথায় নস্যাৎই করে দিয়েছিলেন কিং খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান বদল আরও পরিষ্কার করে দিলেন তিনি। ক্ষমা চেয়ে বললেন, তার আগের মন্তব্য যদি কাউকে আঘাত করে থাকে তবে তিনি দুঃখিত।
শাহরুখ এর আগেও বরাবর তার ভাবনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। তাহলে কেন নিজের মন্তব্য থেকে এখন সরে আসছেন তিনি?
অভিজ্ঞমহলের মতে, আর ১৮ ডিসেম্বর তার ‘দিলওয়ালে’ ছবি মুক্তি পাচ্ছে। অসহিষ্ণুতা প্রসঙ্গে তার মন্তব্যে যাতে ছবিতে কোনও রকম প্রভাব না ফেলে, সে কারণেই এই অবস্থান বেছে নিলেন বাদশা।
১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন