এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আসিফ
স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক দিন আগে জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবর গাড়ি দুর্ঘটনায় আহত হন। এর পর থেকে অজানা এক ভীষন্নতা চেপে বসেছে তাকে। কাজ কিংবা পরিবারের সঙ্গ। কোন কিছুতে্ট মনযোগ দিতে পারছেন না তিনি।
নিজের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটস দিয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পী।
স্ট্যাটাসটিতে আসিফ লিখেন, গাড়ীতে বসলেই ভয় লাগে। ড্রাইভিং সিটে বসতে পারছিনা। বাসা থেকে বেরুলে ফেরত আসতেই হবে ,প্রতিদিন কেউ না কেউ নামিয়ে দেয়। আর নইলে রিক্সা যোগে কর্ম সম্পাদন চালু। কাজ করতেও ভালো লাগছেনা। রেকর্ডিংয়ে ঢোকা দরকার, মনযোগ দিতে পারছিনা। ফোন ধরতেও ইচ্ছা হয়না।
ভয় পাওয়ার পাবলিক আমি না, এক আল্লাহ্ ছাড়া কাউকে ভয় পাইনা। গাড়ীর পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে, গাড়ীটা অগ্নিকুন্ডে পরিণত হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, ভেতরে আমি । নাহ্- আমার গাড়ী অকটেনে চলে, গ্যাসে নয়। স্বপ্নে চলে আসে সিলিন্ডার বোমা।
মালয়েশিয়া যেতে হচ্ছে বন্ধুর জন্মদিনে, ঘোর কাটাতেই হবে। অনেক কাজ বাকী, ফেসবুকেও বসা হয়না। পুরনো টিভি লাইভ গুলো দেখি বসে বসে, ভালোই লাগে। নাহ্- আমি এখনো ইতিহাস হইনি, তবে ক্যালেন্ডারে নজর আছে । সবার সুস্থ্যতা কামনা করছি।
১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর