বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৩:০৮

গুগলে একে লিওন, দশে মোদি

গুগলে একে লিওন, দশে মোদি

বিনোদন ডেস্ক : সানি লিওন হলেন ২০১৫ সালের মোস্ট গুগ্‌লড ইন্ডিয়ান। এরপরেই আছেন সালমান খান। তালিকায় আছেন দীপিকা, শাহরুখ খানও। তবে তিনে এপিজে আবদুল কালাম এবং সবার নিচে দশ নম্বরে নরেন্দ্র মোদি। তালিকার নিচে থাকা নরেন্দ্র মোদির কাছে এটা সুখবর নয়। জয়ী সানি, রানার্স সালমান। এরপরে আবদুল কালাম। গ্রাফিক্স : অভিজিৎ বিশ্বাস একজন বোল্ড। আর একজনের ছায়াসঙ্গী বিতর্ক। কিন্তু দুই বলিউড তারকা পরপর জায়গা করে নিলেন ‘মোস্ট গুগলড ইন্ডিয়ান’-এর তালিকায়। প্রথমজন সানি লিওন আর দ্বিতীয়জন সালমান খান। গুগল সার্চের বিচারে ২০১৫ সালের সেরা দশের তিন নম্বরে বিশ্বখ্যাত বিজ্ঞানী তথা ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। সেরা দশের একেবারে নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালটা জুড়েই খবরে ছিলেন সানি লিওন। বিভিন্ন বিজ্ঞাপন থেকে বছরের শেষে এসে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করে শিরোনামে থেকেছেন সানি। সালমানের তো কথাই নেই। তিনি তো বিতর্কের মধ্যেই থাকেন। প্রথম দশে আছেন বলিউডের আরো অনেকে— ক্যাটরিনা থেকে শাহরুখ খান। কিন্তু অবাক করে বলিউডের কাছে গোলের পর গোল খেয়েছেন প্রধানমন্ত্রী। তালিকাটা এরকম— ১. সানি লিওন, ২. সালমান খান, ৩. এপিজে আবদুল কালাম, ৪. ক্যাটরিনা কাইফ, ৫. দীপিকা পাডুকোন, ৬. শাহরুখ খান, ৭. ইয়ো ইয়ো হনি সিংহ, ৮. কাজল অগ্রবাল, ৯.আলিয়া ভট্ট, ১০. নরেন্দ্র মোদি ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে